স্কুলে আমাকে কেউ পছন্দ করত না: ক্যাটরিনা

চিকনি চামেলি হোক বা শিলা কি জাওয়ানি— তাঁর উপস্থিতি মানেই ‘হট অ্যান্ড হিট’। তাঁর বিপরীতে শাহরুখ, রণবীর, সলমন বা হালফিলের আদিত্য রায় কপূর, যে-ই থাক, দর্শকদের আকর্ষণের অনেকটাই থাকে তাঁরই দিকে। তিনি ক্যাটরিনা কইফ। ক্যাটরিনাকে ভাল লাগে না এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু সেই ক্যাটরিনাই জানাচ্ছেন, তাঁকে নাকি স্কুলে কেউই পছন্দ করত না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩১
Share:

ক্যাটরিনা

চিকনি চামেলি হোক বা শিলা কি জাওয়ানি— তাঁর উপস্থিতি মানেই ‘হট অ্যান্ড হিট’। তাঁর বিপরীতে শাহরুখ, রণবীর, সলমন বা হালফিলের আদিত্য রায় কপূর, যে-ই থাক, দর্শকদের আকর্ষণের অনেকটাই থাকে তাঁরই দিকে। তিনি ক্যাটরিনা কইফ। ক্যাটরিনাকে ভাল লাগে না এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু সেই ক্যাটরিনাই জানাচ্ছেন, তাঁকে নাকি স্কুলে কেউই পছন্দ করত না। নিজের সম্পর্কে এ কথা বলেছেন তিনি নিজেই। খুব সম্প্রতি বলিউডের একটি চ্যাট শো-এ তিনি বলেন, “আমার স্কুল জীবনে আমি খুবই লাজুক প্রকৃতির ছিলাম। কারুর সঙ্গেই তেমন কথা বলতাম না। স্কুলে আমাকে কেউ পছন্দ করত না।” মৃদু হেসে ক্যাটি আরও বলেন, “একটি ভারতীয় ছেলে ওই সময় আমার খুব ভাল বন্ধু হয়ে ওঠে। যখন আমার ১৬ বছর বয়স, তখন আমার প্রথম উপলব্ধি হয়, আমার বন্ধুর সংখ্যা বাড়ছে, আমিও পপুলার হয়ে উঠছি।”
এখন বলিউডে তিনি কতটা পপুলার সেটা কাউকেই বলে দেওয়ার প্রয়োজন নেই নিশ্চই! কারণ, পাস্ট ইজ পাস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement