নোরা ফতেহি কি একসঙ্গে আশরাফ হাকিমি, ভূষণকুমারের প্রেমে পড়েছেন! ছবি: ফেসবুক।
নোরা ফতেহি আবার খবরে! কিছু দিন আগে মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে মাত সমাজমাধ্যম। সেই রেশ কাটার আগেই নোরার পুরনো প্রেম সামনে। ভূষণ কুমারের সঙ্গে তাঁর প্রেমের কিস্স্যা মাথাচাড়া দিয়েছে।
দিনকয়েক আগে হঠাৎ করে অভিনেত্রীর এবং নৃত্যশিল্পীর ২০২২ সালের একটি আলোচিত ভিডিয়ো প্রকাশ্যে। সেখানে তাঁর আর টি সিরিজ়-এর কর্ণধার ভূষণ কুমারের প্রেমের কথা উঠে এসেছে। এমনও দাবি করা হয়েছে, এই প্রেমের কথা নাকি ভূষণের অভিনেত্রী স্ত্রী দিব্যা খোসলাও জানেন। তিনিই নাকি বেশি দূর জল গড়াতে দেননি। পরে তাই বিষয়টি নিয়ে যখন প্রকাশ্যে আলোচনা শুরু হয়, তখন দিব্যা বা ভূষণ কেউ কোনও উচ্চবাচ্য করেননি। নোরাও সেই সময় হাসিমুখের ‘ইমোজি’ দিয়ে লিখেছিলেন ‘বাহ’!
অন্য দিকে, হাকিমি নোরার একটি পোস্টে ‘লাইক’ দেওয়ার পর থেকেই তাঁদের প্রেমের জল্পনা তীব্র। সম্প্রতি অভিনেত্রীকে মরক্কোতে দেখাও গিয়েছে। ‘আফ্রিকা কাপ অফ নেশনস’-এর সময়ে খেলা দেখতে সেখানে উপস্থিত তিনি। খেলার মাঠ থেকে সরাসরি কিছু ঝলকও তখন ভাগ করে নিয়েছিলেন নোরা। সেই ছবিতে অভিনেত্রী লাল জ্যাকেট, সাদা ছোট টপ এবং জিন্সে শোভিত। মাঠ থেকে সরাসরি ছবি ভাগ করতেই অভিনেত্রী-খেলোয়াড়ের প্রেমের রটনা জোরালো।
সেই প্রসঙ্গে টেনে এনে এখন নয়া রটনা, ভূষণ-নোরার প্রেম নাকি অক্ষত। এমন কথাও নাকি বলিউডের বাতাসে ভাসছে, নোরা একই সঙ্গে দুই পুরুষের প্রেমে মত্ত! সত্যিই কি এমন কিছুই ঘটছে? জানার উপায় নেই। কারণ, তিন পক্ষই মুখে কুলুপ এঁটেছেন।