পানামা কাণ্ডে নাম জড়াল অজয় দেবগণের

অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চনের পর পানামা কাণ্ডে নাম জড়াল অজয় দেবগণেরও। পানামার ল ফার্ম মোসাক ফোনসেকার নতুন তথ্য বলছে ব্রিটিশ আইল্যান্ডের একটি কোম্পানি মেরিলেবোন এন্টারটেইনমেন্টের ১০০০ শেয়ার কিনেছিল ন্যাসা যুগ এন্টারটেইনমেন্ট নামে একটি কোম্পানি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ১৬:০৫
Share:

অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চনের পর পানামা কাণ্ডে নাম জড়াল অজয় দেবগণেরও। পানামার ল ফার্ম মোসাক ফোনসেকার নতুন তথ্য বলছে ব্রিটিশ আইল্যান্ডের একটি কোম্পানি মেরিলেবোন এন্টারটেইনমেন্টের ১০০০ শেয়ার কিনেছিল ন্যাসা যুগ এন্টারটেইনমেন্ট নামে একটি কোম্পানি। যার মালিক ছিলেন অজয় দেবগণ ও কাজল। যদিও ২০১৪-য় এই কোম্পানির ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছিলেন অজয়।

Advertisement

এ ছাড়াও সইফ-করিনার নাম জড়িয়েছে পানামা বিতর্কে। অন্য হেভিওয়েটদের মধ্যে রয়েছেন এলএফের কেপি সিং, শিল্পপতি সমীর গেহলট, শিল্পপতি গৌতম আদানির দাদা বিনোদ আদানি, বিজেপি নেতা শিশির বাজোরিয়া, আইনজীবী হরিশ সালভে, গ্যাংস্টার ইকবাল মির্চি।

আরও পড়ুন—হৃতিক আর আমি এখনও খুব ভাল বাবা-মা: সুজান

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement