Karwa Chauth 2020

করবা চৌথে উপোস নুসরতের, সঙ্গী নিখিল

গত বছরের মতোই পরনে লাল শাড়ি, মাথায় ঘোমটা টানা সালঙ্কারা নুসরত চাঁদ দেখেন হাতে বরণডালা নিয়ে। রীতি মেনে তার পরেই দেখেন নিখিলকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ১৭:১৩
Share:

ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে সাংসদ-তারকা নুসরত জাহানের করবা চৌথ-এর ছবি।

গত বছর প্রথম করবা চৌথ ছিল নুসরত জাহানের। তাই নিয়ে বিতর্ক তুঙ্গে। সপাটে তখনই জবাব দিয়েছিলেন সাংসদ-তারকা, "আমি ভগবানের স্নেহধন্য। তাঁর বিশেষ সন্তান। ভালবাসা আর মানবিকতার উর্দ্ধে কারওর জায়গা নেই। এতে আমি খুব খুশি। তাই কোনও বিতর্কই আমায় ছুঁতে পারে না। আমার কাছে সব ধর্মই সমান।" এ বছরেও সেই কথার নড়চড় হয়নি। ঢাক বাজিয়েছেন, অষ্টমীর অঞ্জলিও দিয়েছেন। গতকাল করবা চৌথও পালন করলেন নিষ্ঠার সঙ্গে।

Advertisement

ইনস্টাগ্রামে এখনও সেই ছবি জ্বলজ্বল করছে।

গত বছরের মতোই কি চোখ ধাঁধাঁনো সেজেছিলেন নুসরত? সোশ্যাল পেজ বলছে, গত বছরের মতোই পরনে লাল শাড়ি, মাথায় ঘোমটা টানা সালঙ্কারা নুসরত চাঁদ দেখেন হাতে বরণডালা নিয়ে। রীতি মেনে তার পরেই দেখেন নিখিলকে। আরতি করেন স্বামীর।

Advertisement

দ্বিতীয় বছরেও করবা চৌথে নুসরতের ছায়া সঙ্গী নিখিল। উপোস একা অভিনেত্রী করেননি। নিখিলও তাঁর জন্য সম্ভবত উপোস করেছিলেন। তাই স্বামীর হাতে জল খাওয়ার পর নুসরত তাঁকেও জল খাওয়ান।

আরও পড়ুন: বাজি, ভিড়ে রাশ টানতে ফের হাইকোর্ট ভরসা, কী বলছেন তারকারা?

হিন্দু ধর্ম পালন করতে গিয়ে প্রচুর বিতর্ক, কানে আঙুল দেওয়ার মতো প্রচুর মন্তব্য শুনতে হয়েছে নুসরতকে। তবু বিয়ের পর থেকেই স্বামীর ধর্মই তাঁর ধর্ম। মৌলবীদের ফতোয়া, সমাজের চোখরাঙানি তাঁকে দমাতে পারেনি।

দম্পতির গতকালের চোখ জুড়ানো ছবি আরও একবার তাতেই সিলমোহর দিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন