Nusrat Jahan

বিনোদন বাঁচাও, আর্জি নুসরতের

সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা নিয়ে সম্প্রতি টুইট করেছিলেন আর এক অভিনেতা-সাংসদ দেবও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ০০:০০
Share:

ফাইল চিত্র।

অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান বিনোদন দুনিয়ার জন্য আর্থিক প্যাকেজের আর্জি জানালেন সংসদে। বুধবার লোকসভায় নুসরত বলেন, ‘‘ফিল্ম ইন্ডাস্ট্রি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন। বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাও শোচনীয়। অগুনতি মানুষ কাজ হারিয়েছেন। তাঁরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, তার জন্য রিলিফ প্যাকেজের ব্যবস্থা করা হোক।’’

Advertisement

সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা নিয়ে সম্প্রতি টুইট করেছিলেন আর এক অভিনেতা-সাংসদ দেবও। শুধু সিনেমা হল ও তার সঙ্গে যুক্ত কর্মীরাই নন, নুসরতের বক্তব্যে এ দিন উঠে এসেছে ক্যামেরার নেপথ্যে কাজ করা অসংখ্য শিল্পী, টেকনিশিয়ানদের কথাও। আনন্দ প্লাসকে তিনি বললেন, ‘‘রাজ্য সরকার যথাসম্ভব সাহায্যের চেষ্টা করছে। এ বার কেন্দ্রকেও এগিয়ে আসতে হবে। ইন্ডাস্ট্রি নিয়ে যখন রোজ সংবাদমাধ্যম সরগরম, মিডিয়া ট্রায়াল, ড্রাগস নিয়ে এত কথা হচ্ছে, তখন এই জরুরি বিষয়টিই বা কেন উপেক্ষিত থাকবে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন