Soumitra Chattopadhyay

Belashuru Trailer Launch: সকলের সঙ্গেই ‘উপস্থিত’ সৌমিত্র-স্বাতীলেখা, মুক্তি পেল ‘বেলাশুরু’র প্রচার ঝলক

‘বেলাশেষে’তে জুটি বেঁধেছিলেন সাত বছর আগে। আগামী ২০ মে ‘বেলাশুরু’র হাত ধরেই নতুন করে ফিরে আসবেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। প্রয়াত দুই শিল্পীর জুটিকে পর্দায় ফিরে পেতে অধীর অপেক্ষায় দর্শকেরা। ছবির টিজারেই তাঁদের দেখে আবেগে ভেসেছেন অনুরাগীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১৫:৩৫
Share:

‘বেলাশুরু’তে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত।

উপলক্ষ ‘বেলাশুরু’র প্রচার ঝলক মুক্তি। উইন্ডোজের দফতর। তাঁরা নেই। অথচ ভীষণ ভাবে আছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত।

পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘কে বলেছে ওঁরা নেই? ওঁরা তো ‘বেলাশেষে’-‘বেলাশুরু’ পরিবারেরই অংশ। ওঁদের বাদ দিয়ে কি প্রচার ঝলক মুক্তি পেতে পারে? বাড়িতে আমার বাবার রেখে যাওয়া বইয়ে আজও নিমপাতা দেওয়া থাকে। আমার মা আজও পরম যত্নে বাবার চটি আঁচল দিয়ে মোছে। মৃত্যুর পরে এ ভাবেই তো থেকে যান পরিবারের মানুষ। সৌমিত্রদা, স্বাতীদির ক্ষেত্রে তা হবে না কেন?’’

হয়ওনি। শনিবার ছবির প্রচার ঝলক মুক্তির অনুষ্ঠানে তাই দু’জনেই যেন উপস্থিত। নিজেদের নাম লেখা চেয়ারে। সামনে একরাশ জুঁইফুলের স্নিগ্ধতা।

Advertisement

চেয়ারেই ‘ছিলেন’ সৌমিত্র-স্বাতীলেখা।

সাত বছর আগে ‘বেলাশেষে’তে জুটি বেঁধেছিলেন সৌমিত্র-স্বাতীলেখা। আগামী ২০ মে ‘বেলাশুরু’র হাত ধরেই নতুন করে তাঁদের ফিরে আসা। প্রয়াত দুই শিল্পীর জুটিকে পর্দায় ফিরে পেতে অধীর অপেক্ষায় দর্শকেরা। ছবির টিজারেই স্বাতীলেখার চুলে সৌমিত্রর পরম যত্নে চিরুণী চালানো দেখে আবেগে ভেসেছেন অনুরাগীরা। এ বার পুরো প্রচার ঝলক দেখে নতুন করে ডুব দেওয়ার পালা প্রবীণ জুটির আশ্চর্য রসায়নে।

ইতিমধ্যেই লোকের মুখে মুখে ফিরছে ছবির গান। অনুপম রায়ের ‘সোহাগে আদরে’ নতুন করে বুনেছে প্রেমের সুর। বিয়ের লোকগান ‘টাপাটিনি’র তালে দুলে উঠছে বাংলা থেকে বিদেশ। ‘বেলাশুরু’র বিভিন্ন চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, ইন্দ্রাণী দত্ত, শঙ্কর চক্রবর্তী প্রমুখ।

কারও বিয়ে নিয়ে ভাবনা কাটতে চায় না। কেউ সন্তান চেয়ে মাথা খুঁড়ে মরে রোজ। কেউ বা পরিবারের চাপে বিয়ে করে আটকে পড়েছে অসুখী দাম্পত্যে। এমন ভাঙন ধরা পরিবারে তবু জুড়ে থাকেন মহীরুহের মতো দুটো মানুষ। তাঁদেরও কখনও ঘিরে থাকে অশান্তি, কখনও বা গ্রাস করে হারিয়ে ফেলার ভয়। তবু হাতে হাত ধরা থাকে। জারি থাকে বেঁধে বেঁধে থাকা। ভাঙন ধরা পরিবারে এমন জুড়ে থাকার কাহিনিই ‘বেলাশুরু’র পরতে পরতে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন