মুক্তি পেল বাংলাদেশের ছবি ‘সুইটহার্ট’-এর ট্রেলার

১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাপ্পি চৌধুরী আর বিদ্যা সিনহা মিম অভিনীত ফিল্ম ‘সুইটহার্ট’। এই ছবিতে মিমের সঙ্গে বাপ্পি প্রথমবার জুটি বাঁধলেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে চমক হিসেবে রয়েছেন রিয়াজ। শনিবার এই ছবির অফিসিয়াল ট্রেলার। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশ হওয়ার পরেই ছবিটি নিয়ে মানুষের মধ্যে কৌতুহল আরও বেড়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৬ ১১:০৮
Share:

‘সুইটহার্ট’ ছবির একটি দৃশ্য।

১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাপ্পি চৌধুরী আর বিদ্যা সিনহা মিম অভিনীত ফিল্ম ‘সুইটহার্ট’। এই ছবিতে মিমের সঙ্গে বাপ্পি প্রথমবার জুটি বাঁধলেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে চমক হিসেবে রয়েছেন রিয়াজ।
শনিবার এই ছবির অফিসিয়াল ট্রেলার। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশ হওয়ার পরেই ছবিটি নিয়ে মানুষের মধ্যে কৌতুহল আরও বেড়ে গিয়েছে।
ডিজিটাল মুভিজের প্রযোজনায় ছবিটির মিউজিকের দায়িত্বে রয়েছে টাইগার মিডিয়া। বাপ্পি, মিম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা, উৎপল-সহ আরও অনেকে। দেখে নেওয়া যাক ‘সুইটহার্ট’-এর অফিসিয়াল ট্রেলারের ভিডিও।

Advertisement

Advertisement

‘সুইটহার্ট’-এর অফিসিয়াল ট্রেলারের লিঙ্ক:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement