‘চল্লিশ বছরেও আমি ভার্জিন’ পাত্র চাই বিজ্ঞাপন অভিনেত্রীর

বয়স ৪০। কিন্তু এখনও শারীরীক সুখ পাননি তিনি। তাই মরিয়া হয়েই বিলবোর্ডে বিজ্ঞাপন দিলেন। লিখলেন, ‘‘চল্লিশ বছরেও আমি ভার্জিন, পাত্র চাই।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ১৭:০৮
Share:

বয়স ৪০। কিন্তু এখনও শারীরীক সুখ পাননি তিনি। তাই মরিয়া হয়েই বিলবোর্ডে বিজ্ঞাপন দিলেন। লিখলেন, ‘‘চল্লিশ বছরেও আমি ভার্জিন, পাত্র চাই।”

Advertisement

তিনি তাইল্যান্ডের টিভি তারকা অরণ্য ‘পুই’ পাথুমথং। ব্যাঙ্ককের রাস্তায় বিশাল বিলবোর্ডে নিজের সাহসী ছবি দিয়ে এই আর্জিই জানিয়েছেন নায়িকা। সেখানে নিজের ফোন নম্বরও দিয়েছেন। সব মিলিয়ে যে কোনও মূল্যে একজন স্বামী চাই তাঁর!

তবে এই বিজ্ঞাপন নিয়ে প্রবল আপত্তি তুলেছে পুলিশ। জানানো হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন বেআইনি। পুলিশ ওই নায়িকাকে জেরা করার কথাও ভাবছে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement