কী সিদ্ধান্ত নিলেন দিব্যজ্যোতি? ছবি: সংগৃহীত।
এক ধাক্কায় ২৫ কেজি ওজন কমিয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে মহাপ্রভুর চরিত্রে দেখা যাবে তাঁকে। এত দিন ছোট পর্দায় দেখতেই অভ্যস্ত ছিলেন দর্শক, এই ছবির মাধ্যমেই প্রথম বড় পর্দায় পদার্পণ। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য— এই পরিচয়ই বড় হয়ে উঠেছে। যদিও অনেক দিন আগে থেকেই ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে বড় পর্দায় নিজেকে দেখার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা।
সৃজিতের ছবির জন্য যে বিশেষ ডায়েট মেনে চলছেন সে কথা আনন্দবাজার ডট কমকে আগেই জানিয়েছিলেন অভিনেতা। এ বার শোনালেন আরও এক চমকের কথা। এই ছবির জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন দিব্যজ্যোতি। নায়ক মানে দর্শকের মনে একটা অবয়ব রয়েছে। যাঁর এক মাথাচুল, সুঠাম চেহারার গঠন। এমনটাই সবাই জেনে এসেছে। কিন্তু প্রথম বারেই সেই চেনা ছক ভাঙার চেষ্টা করেছেন অভিনেতা। পরিচালক সৃজিতের কড়া নির্দেশ মেনে সবটা করছেন।
আনন্দবাজার ডট কমকে দিব্যজ্যোতি বলেন, “প্রস্থেটিক মেকআপ বা অন্য কিছুর সাহায্যে করতেই পারতাম। কিন্তু সৃজিতদা যখন আমায় জিজ্ঞেস করল তখন আমি নিজেই নেড়া হয়ে যাওয়ার কথা বলি। কয়েক দিনের মধ্যেই চুল কেটে ফেলব। ছবির জন্য নেড়া হতে আমার কোনও অসুবিধা নেই। বরং তাতে আরও সুবিধা হবে আমার কাজটা করতে।” তা হলে ধারাবাহিকে কী ভাবে অভিনয় করবেন তিনি? আর কি ছোট পর্দায় সূর্যকে দেখা যাবে না? প্রায় সাড়ে তিন বছর ধরে এই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। মাঝে সূর্য চরিত্রটিকে কিছু দিনের জন্য বন্ধ করা হয়েছিল। কিন্তু এখন নিয়মিত দিব্যজ্যোতিকে দেখছেন দর্শক। এ বার লুক বদলের পরেও কি দেখা যাবে তাঁকে? প্রশ্ন করা হলে অভিনেতার দাবি সেখানেও রয়েছে চমক। তবে সবটাই ক্রমশ প্রকাশ্য।