Diwali Release 2024

একের পর এক প্রেক্ষাগৃহ হাউসফুল, শহরে ‘রুহুবাবা’ আর ‘সিংহম’-এর প্রভাব কেমন?

দুর্গাপুজোর সময় বাংলা ছবির দাপটে বলিউডি ছবি পিছু হটেছে। দীপাবলিতেও কি একই চিত্র দেখা গেল? কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম আগেন’-এর প্রভাব কেমন?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৪:২৯
Share:

কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’, ‘সিংহম আগেন’-এর প্রভাব কেমন? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দুর্গাপুজো যদি বাংলার, দীপাবলি নাকি বলিউডের? দর্শক এবং বিভিন্ন প্রেক্ষাগৃহের কর্ণধার, পরিবেশকদের যে এমনই মত। শারদীয়ায় বাংলায় মুক্তি পেয়েছিল তিনটি বাংলা ছবি ‘বহুরূপী’, ‘টেক্কা’, ‘শাস্ত্রী’। সঙ্গে দুটো হিন্দি ছবি ‘জিগরা’, ‘ভিকি, বিদ্যা কা উওওয়ালা ভিডিয়ো’। দুটো ছবিই বক্স অফিসে ধরাশায়ী। গত ২৫ দিনের ফলাফল অনুযায়ী প্রেক্ষাগৃহে দাপট ছিল ‘বহুরূপী’, ‘টেক্কা’র। দীপাবলিতে নতুন কোনও বাংলা ছবি মুক্তি পায়নি। বদলে বড় বাজেটের আবারও দুটো হিন্দি ছবি মুক্তি পেয়েছে। কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’, রোহিত শেট্টির ‘সিংহম আগেন’।

Advertisement

তার পরেও কি শহরে দুর্গাপুজোর সেই একই চিত্র বজায় রয়েছে? না কি, বাংলাকে পিছিয়ে এগিয়ে বলিউড?

দীপাবলিতে দুটো হিন্দি ছবি মুক্তির আগে এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে আনন্দবাজার অনলাইন জেনেছে, ছবিটা একটু হলেও বদলেছে। ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহম আগেন’কে শো দেওয়ার কারণে শো-এর সংখ্যা কমেছে ‘বহুরূপী’, ‘টেক্কা’, ‘শাস্ত্রী’র। নামপ্রকাশে অনিচ্ছুক এক পরিবেশকের দাবি, দুটো শো-ই প্রথম দিনে দুরন্ত বাণিজ্য করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গ্লোবে দুটো ছবি মিলিয়s মোট ১১টি শো। প্রত্যেকটি শো হাউসফুল। বসুশ্রীতে দুটো ছবি প্রায় হাউসফুল। অজন্তার পাঁচটি শো-এর প্রত্যেকটি হাউসফুল। একই ছবি দুর্গাপুরেও। ওই পরিবেশক ৩২টি স্ক্রিনে দুটো হিন্দি ছবি দিয়েছেন। তাঁর কথায়, “প্রথম দিনে দুটো ছবি আগামী সাত দিনের ব্যবসা দিয়ে দিয়েছে!”

Advertisement

বাকি হলগুলিতেও কি একই ভাবে ব্যবসা করেছে ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম আগেন’?

একাধিক প্রেক্ষাগৃহের কর্ণধারের মতে, ছবিটি উত্তর থেকে দক্ষিণে মোটামুটি এক। প্রাচী প্রেক্ষাগৃহে দীপাবলিতে চারটি শো। চারটিতেই কার্তিক আরিয়ানের ছবি চলছে। প্রেক্ষাগৃহের কর্ণধার বিদিশা বসু আনন্দবাজার অনলাইনকে বলেছেন, “প্রথম দিনেই প্রথম দু’দিনের ব্যবসা তুলে দিয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। দীপাবলিতে বাণিজ্যিক দিক থেকে বলিউডের এটাই উপহার।” একই ছবি স্টার থিয়েটারেও। কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায়ের কথায়, “শুক্র, শনি, রবিবার আমার প্রেক্ষাগৃহ হাউসফুল। দুটো হিন্দি ছবির সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে।”

হিন্দি ছবি মানেই সর্বভারতীয় স্তরে ছবিমুক্তি। বক্স অফিস এবং দর্শকের বক্তব্য অনুযায়ী, ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহম আগেন’-এর মধ্যে জোর প্রতিযোগিতা চলছে। সর্বভারতীয় স্তরে এগিয়ে অজয় দেবগন-অক্ষয়কুমার-রণবীর সিংহ অভিনীত ছবিটি। কলকাতায় আবার এই চিত্র কিন্তু উল্টো। প্রতিটি প্রেক্ষাগৃহের কর্ণধার এক বাক্যে জানিয়েছেন, শহরবাসী ভয় পেতে বেশি ভালবাসেন। সেই নিরিখে মাধুরী দীক্ষিত-বিদ্যা বালন-কার্তিক আরিয়ানকে দেখতে এবং শ্রেয়া ঘোষালের গাওয়া ‘আমি যে তোমার’ গান শুনতেই হল ভরাচ্ছেন দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement