Entertainment News

হঠাৎ মাথা কামিয়ে ফেললেন কেন অক্ষয়?

খেয়াল করে দেখুন, অক্ষয় যবে থেকে তাঁর আগামী ছবি ‘প্যাডম্যান’-এর প্রচার শুরু করেছেন, তবে থেকে আপনি ওঁর মাথায় একটাও চুল দেখেছেন কিনা! সলমনের বিগ বস ১১-র গ্র্যান্ড ফিনালেতেও ন্যাড়া অবস্থাতেই গিয়েছিলেন অক্ষয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৮:৪৯
Share:

নয়া লুকে অক্ষয়। ছবি: টুইটারের সৌজন্যে।

নতুন নতুন লুক। বলিউডের অভিনেতারা মাঝে মাঝেই নিজেদের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। আর তাতে অক্ষয় কুমারের জুড়ি মেলা যে ভার, সে কথা সকলে এক কথায় মেনে নেবেন।

Advertisement

কখনও বড় চুল, কখনও জওয়ানদের চুলের ছাঁট। দাঁড়ি নিয়েও নানা কেরামতি করেন অভিনেতা। তা বলে ন্যাড়া?

খেয়াল করে দেখুন, অক্ষয় যবে থেকে তাঁর আগামী ছবি ‘প্যাডম্যান’-এর প্রচার শুরু করেছেন, তবে থেকে আপনি ওঁর মাথায় একটাও চুল দেখেছেন কিনা! সলমনের বিগ বস ১১-র গ্র্যান্ড ফিনালেতেও ন্যাড়া অবস্থাতেই গিয়েছিলেন অক্ষয়।

Advertisement

কিন্তু হঠাত্ মাথা কামিয়ে ফেললেন কেন নায়ক?

‘প্যাডম্যান’-এর প্রচার শুরুর পর থেকে অক্ষয়ের এমন লুক দেখে জল্পনাও শুরু হয়েছে নানা ধরনের। কেউ বলছেন, মাথার চুল উঠে যাচ্ছে। টাক পড়ছে অক্ষয়ের! কেউ আবার বলেছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে অস্ত্রোপচার করাবেন অভিনেতা। ইন্ডাস্ট্রির এমন নানা গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন নায়ক নিজেই।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

মিড ডে’র খবর অনুযায়ী, অক্ষয় জানিয়েছেন, কেশরীতে বিশাল বড় আকারের পাগরি পরতে হচ্ছে। তাই মারাত্মক গরমও লাগছে। অস্বস্তিতও হচ্ছে। সে কারণেই ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত অভিনেতার।

আরও পড়ুন, পদ্মাবত নিয়ে খুশি নন টুইঙ্কল!

আরও পড়ুন, ‘২০ বছর বয়স পর্যন্ত মেনস্ট্রুয়েশান কী আমি জানতাম না’

রুস্তম’, ‘গোল্ড’-এর পর ফের একটি ঐতিহাসিক কাহিনি নির্ভর ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার। ১৮৯৭ সালে 'সারগড়ীর যুদ্ধ' -র প্রেক্ষাপটে তৈরি এই ছবির নাম 'কেশরী'। অক্ষয় ও পরিচালক কর্ণ জোহরের স্বপ্নের এই প্রোজেক্টে হাবিলদার ঈশ্বর সিংহ-র চরিত্রে রয়েছেন অক্ষয়।

অক্ষয় কুমার টুইটারে নিজেই শেয়ার করেছিলেন ‘কেশরী’র লুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement