Pahalgam terror Attack

‘সারা বিশ্বে এ কী হচ্ছে!’ পহেলগাঁও কাণ্ডের পর মানসিক যন্ত্রণায় ভুগছেন পাকিস্তানের তারকারাও!

ঘটনার দায় স্বীকার করেছে লশকর-এ-ত্যায়বা। তাই ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে পাকিস্তান। কিন্তু মর্মান্তিক ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের তারকারাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৮:৩৯
Share:

পহেলগাঁও-এর নিন্দায় হানিয়া, ফাওয়াদ ও মাওরা। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের পর স্তম্ভিত গোটা দেশ। কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন পর্যটকেরা। কল্পনাও করেননি জঙ্গিদের মুখোমুখি হতে হবে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই। ইতিমধ্যে ঘটনার দায় স্বীকার করেছে লশকর-এ-ত্যায়বা। তাই প্রশ্নের মুখে পাকিস্তান। কিন্তু মর্মান্তিক ঘটনার নিন্দা করেছেন সে দেশের তারকারাও।

Advertisement

প্রায় নয় বছর পরে বলিউডের ছবিতে অভিনয় করেছেন ফওয়াদ খান। কিন্তু পহেলগাঁও-এর ঘটনার পরেই তাঁর ছবির উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলেছেন অনেকেই। যদিও এই ঘটনার নিন্দায় সরব ফওয়াদ নিজেও। তিনি বলেছেন, “পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি ভারাক্রান্ত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্যে। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তাঁরা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান।”

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও ঘটনা নিয়ে মুখ খুলেছেন। ‘মেরে হমসফর’, ‘মুঝে পেয়ার হুয়া থা’র মতো পাকিস্তানি ছবিতে অভিনয় করে জনপ্রিয় হানিয়া। ভারতেও তাঁর বহু অনুরাগী রয়েছেন। হানিয়া বলেছেন, “যে কোনও স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমান ভাবেই দুঃখজনক। এই ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাঁদের জন্য আমি ভারাক্রান্ত।”

Advertisement

ভারতীয়দের মতোই তিনিও এই ঘটনায় ব্যথিত বলে জানান হানিয়া। তিনি বলেন, “যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তাঁদের একার থাকে না। সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।”

বলিউডের জনপ্রিয় ছবি ‘সনম তেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন মাওরা হোসেন। তিনি পহেলগাঁও কাণ্ড নিয়ে বলেছেন, “নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। কোনও একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মানে আমাদের সকলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই বিশ্বে এ কী হচ্ছে?”

পাকিস্তান থেকে উজ়মা খান, ফারহান সইদরাও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement