গান চুরি?

আলিয়ার সিঙ্গল ‘দ্য প্রাডা সং’-এর সঙ্গে পাকিস্তানি অ্যালবাম ‘ভাইটাল সাইনস’-এর ‘গোরে রং কা জ়মানা’ গানটির সাদৃশ্য থাকার অভিযোগ জানিয়েছেন মেহউইশ। প্রথমে বিষয়টি সামনে আসে সোশ্যাল মি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০০:০২
Share:

অভিনেত্রীর সাম্প্রতিক মিউজ়িক ভিডিয়োর গানের সঙ্গে নাকি হুবহু মিল রয়েছে একটি পাকিস্তানি গানের।

আলিয়া ভট্টর বিরুদ্ধে গান চুরির অভিযোগ!

Advertisement

অভিনেত্রীর সাম্প্রতিক মিউজ়িক ভিডিয়োর গানের সঙ্গে নাকি হুবহু মিল রয়েছে একটি পাকিস্তানি গানের। এমনই অভিযোগ এনেছেন সে দেশের অভিনেত্রী মেহউইশ হায়াত। আলিয়ার সিঙ্গল ‘দ্য প্রাডা সং’-এর সঙ্গে পাকিস্তানি অ্যালবাম ‘ভাইটাল সাইনস’-এর ‘গোরে রং কা জ়মানা’ গানটির সাদৃশ্য থাকার অভিযোগ জানিয়েছেন মেহউইশ। প্রথমে বিষয়টি সামনে আসে সোশ্যাল মিডিয়ায়।

পরে মেহউইশ টুইট করেন, ‘বলিউড তো সুযোগ পেলেই পাকিস্তানকে অপমান করে নানা ভাবে। অন্য দিকে আবার আমাদের গানই চুরি করে কোনও সৌজন্য ছাড়াই! ‘কপিরাইট ভায়োলেশন’ আর ‘রয়্যালটি পেমেন্ট’-এর কোনও গুরুত্বই নেই এদের কাছে, বোঝা যাচ্ছে!’ প্রসঙ্গত, আলিয়া পঞ্জাবি গান ‘দ্য প্রাডা সং’-এর মাধ্যমে সদ্য ডেবিউ করেছেন মিউজ়িক ভিডিয়োয়। তার পরেই এমন অভিযোগ!

Advertisement

এর আগেও বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করার অসুবিধে নিয়ে সরব হয়েছিলেন মেহউইশ। এ বার তাঁর নিশানায় আলিয়া ভট্ট!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন