শেফালীর মৃত্যুতে শোকাচ্ছন্ন পরাগ। ছবি: সংগৃহীত।
শেফালী জরীওয়ালার মৃত্যুর পরে ভেঙে পড়েছিলেন তাঁর স্বামী পরাগ ত্যাগী। অশ্রুসিক্ত চোখে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন। কিন্তু তাও তাঁর দিকে ধেয়ে এসেছে সন্দেহের কটাক্ষ। কিন্তু শেফালী নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরাগের সঙ্গে তিনি সবচেয়ে খুশি আছেন। সত্যিই যে পরাগ শেফালীকে ভালবাসায় ভরিয়ে রাখতেন, তা তাঁর পোস্টেই বার বার স্পষ্ট হয়ে উঠছে। অতীত খুঁড়ে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তগুলি বার বার দেখছেন তিনি। স্মৃতি আঁকড়ে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করছেন পরাগ।
শেফালীকেই প্রত্যেক জন্মে স্ত্রী হিসেবে পেতে চান বলে জানিয়েছেন পরাগ। রবিবার শেফালীর সঙ্গে একগুচ্ছ ভাল মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন পরাগ। তাঁদের দু’জনের রসায়ন ধরা পড়ছে সেই ছবিগুলিতে। সেই সঙ্গে তিনি লিখেছেন, “তুমি যত বার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। প্রতি বার তোমাকেই ভালবাসব। আমার গুন্ডি, আমার ছোকরি, তোমাকেই আমি ভালবেসে যাব।”
পরাগের এই পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরাও। কিছু দিন আগেও স্ত্রীকে নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন তিনি। পরাগ লিখেছিলেন, “কাঁটা লগা’র জন্য চিরকাল মনে রাখা হবে ওকে। কিন্তু ওকে আমরা যে ভাবে দেখেছি, তার চেয়ে অনেক বেশি ব্যাপ্তি ওর। মাধুর্যে মোড়া এক অগ্নিপিণ্ড ছিল ও। খুবই বুদ্ধিদীপ্ত, নিজের লক্ষ্যে অবিচল।”
বন্ধু হিসাবেও শেফালী নাকি দারুণ ছিলেন। অভিনেত্রীর মৃত্যুর পরে অশ্রুসিক্ত চোখে পরাগকে দেখা গিয়েছিল ছবিশিকারিদের ক্যামেরায়। কিন্তু শোক নয়। শেফালীকে তাঁর উজ্জ্বল ব্যক্তিত্বের জন্য মনে রাখতে চান পরাগ। তাঁর কথায়, “ওর ঔজ্জ্বল্যে সকলে আলোকিত হত। ওর জীবনযাপন অনুপ্রেরণা জোগাত।”