parambrata chattopadhay

বড়বড় চোখ, টুকটুকে গাল, ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরম-পিয়া, সন্তানের নামেও রয়েছে সুরের ছোঁয়া

ছোট্ট ছোট্ট হাত, গোল গোল চোখ, একরত্তির ছবি প্রকাশ্যে আনতেই মন্তব্য বাক্সে ভালবাসার বন্যা। ছেলের কী নাম রাখলেন পরম-পিয়া?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮
Share:

ছেলেকে প্রকাশ্যে আনলেন পরম-পিয়া। ছবি: সংগৃহীত।

চতুর্থীর সকালে অপেক্ষার অবসান। অবশেষে ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পিয়া চক্রবর্তী। ১ জুন ছেলের বাবা হন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের একমাত্র ছেলের বয়স তিন মাস। তারকাদম্পতি দু’জনেই গান ভালবাসেন। ছেলের নামও রেখেছেন সুরের ছোঁয়ায়।

Advertisement

পরম-পিয়ার অনুরাগীদের পুজো এ বার বেশ ভাল কাটবে। ছোট্ট ছোট্ট হাত, গোল গোল চোখ, একরত্তির ছবি প্রকাশ্যে আনতেই মন্তব্য বাক্সে ভালবাসার বন্যা। ছেলের মাথাটা বড়, তারকাপত্নী পিয়া নিজেই জানিয়েছেন সেই কথা। পরম-পিয়া ছেলের নাম রেখেছেন নিষাদ। সাত সুরের একেবারের শেষ সুর। যদিও এই নামের আরও একটি মানে রয়েছে। ‘নিষাদ’, যাকে দুঃখ কখনও ছুঁতে পারে না।

ছেলের আরও একটা নাম রেখেছেন তারকাদম্পতি, ‘নডি’। শেষে মায়ের আদুরে প্রশ্ন, ‘মিষ্টি না?’ অভিনেতা আগেই জানিয়েছিলেন, সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নেবেন। সন্তানের বেড়ে ওঠার সাক্ষী থাকবেন। সন্তানকে বড় করে তোলার দায়িত্ব পিয়ার সঙ্গে ভাগ করে নেবেন বলেই জানিয়েছিলেন। সেই কথা যে রেখেছেন, আগেই স্বীকার করে নিয়েছেন পিয়া।

Advertisement


পরমব্রত-পিয়ার ছেলে নিষাদ। ছবি: ইনস্টাগ্রাম

মাসখানেক আগেও অভিনেতাপত্নী জানিয়েছিলেন, ছেলেকে আসলে কার মতো দেখতে হয়েছে, সেটা এখনও বুঝে উঠতে পারছেন না তাঁরা। যদিও পিয়া আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, ছেলের মুখে দু’জনের ছায়া রয়েছে। ছেলেকে ও নিজেদের সামলাতে সামলাতে কী ভাবে সময় বয়ে যাচ্ছে বুঝতে পারছেন না তাঁরা। ছেলের ভাল নাম নিষাদ হলেও, বাবা পরম নাকি ছেলেকে ‘জুনিয়র’ নামে ডাকেন। এই প্রসঙ্গে পিয়া জানিয়েছিলেন, বাবা আর ছেলের যে এক মাসে জন্ম! পিয়া যদিও যখন যেমন হয় সে নামে ডাকেন। ছেলেও নাকি দিব্যি সাড়া দেয় তাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement