Parineeti Chopra

প্রিয়ঙ্কার ভাইয়ের বিয়েতে নিমন্ত্রণ পাননি? জেঠতুতো দিদিকে নিয়ে কোন ইঙ্গিত পরিণীতির

‘জীবনে তেমন মানুষই রাখুন যাঁরা আপনাকে বেছে নিয়েছে’, তুতো বোন প্রিয়ঙ্কার ভাইয়ের বিয়ের দিন কার উদ্দেশে এই পোস্ট পরিণীতির?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯
Share:

প্রিয়ঙ্কার উদ্দেশে বার্তা পরিণীতির! ছবি: সংগৃহীত।

২০২৩ সালে ঘটা করে বিয়ে করেন পরিণীতি চোপড়া। তার কয়েকদিন আগেই ছিল অনন্ত অম্বানীর প্রাক্-বিবাহ অনুষ্ঠান। সেখানে হাজির থাকলেও, বোনের বিয়েতে অনুপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। ফের চোপড়া পরিবারে বিয়ে। এ বার ছাদনাতলায় প্রিয়ঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া। এখনও পর্যন্ত দাদার বিয়ের একটা অনুষ্ঠানেও দেখা যায়নি তুতো বোন পরিণীতিকে। সম্প্রতি চারপাশের মানুষ নির্বাচন নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টও দেন।

Advertisement

ভাইয়ের বিয়ের দায়িত্ব সামলাতে তিন দিন আগেই মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন প্রিয়ঙ্কা। ভাইয়ের প্রাক্-বিবাহ অনুষ্ঠানে দায়িত্বশীল দিদির ভূমিকায় তাঁর দেখা মিলেছে। প্রিয়ঙ্কার সঙ্গে গিয়েছেন তাঁর শ্বশুর-শাশুড়িও। বুধবার মুম্বইয়ে পৌঁছেছেন নিক জোনাসও। অথচ সিদ্ধার্থ চোপড়ার প্রাক্-বিবাহ অনুষ্ঠানে অভিনেত্রী পরিণীতি চোপড়ার দেখা মেলেনি। তার পর থেকেই ফিসফিসানি তুঙ্গে। তবে কি নিজের বিয়েতে প্রিয়ঙ্কার অনুপস্থিতির প্রতিশোধ নিতেই সিদ্ধার্থের বিয়েতে হাজির হবেন না পরিণীতি? তার উপর পরিণীতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘‘আমাদের সকলের হাতেই সময় কম। তাই জীবনে তেমন মানুষই রাখুন যারা আপনাকে বেছে নিয়েছে। বাকিদের পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।’’

সূত্রের খবর, ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থের বিয়েতে শামিল হবেন পরিণীতি এবং তাঁর স্বামী রাঘব চড্ডাও সেখানে থাকবেন বলে আশা করা হচ্ছে । পরিণীতি নিজের আসন্ন ছবির শুটিং করছেন, যে কারণে প্রাক্-বিবাহ অনুষ্ঠানে হাজির থাকেত পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement