Raghav Chada-Parineeti Chopra

দিব্যি ছিলেন খোশমেজাজে, হঠাৎ কী হল পরিণীতির! শাশুড়িকে নিয়ে কেন হাসপাতালে ছুটলেন নায়িকা?

কী হয়েছে চড্ডা পরিবারে? কেন তড়িঘড়ি রাঘব-পরিণীতি শুটিং ফেলে ছুটলেন বাড়ি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৯:৫৪
Share:

কী সমস্যায় ফাঁসলেন রাঘব চড্ডা-পরিণীতি চোপড়া? ছবি: সংগৃহীত।

সেই অর্থে সম্ভবত এই প্রথম ক্যামেরার মুখোমুখি সুদর্শন রাজনীতিবিদ। স্বাভাবিক ভাবেই তিনি যত না উত্তেজিত, তাঁর চেয়ে বেশি উত্তেজিত সেটের বাকিরা। পরিণীতি চোপড়ার সঙ্গে রাঘব চড্ডা শুটিং করছিলেন। তাঁদের দেখা যাবে কৌতুকশিল্পী কপিল শর্মার নতুন সিজ়নের নতুন শো-তে। আচমকা বিপর্যয়। গুরুতর অসুস্থ রাঘবের মা। সেটে খবর আসতেই শুটিং ফেলে দু’জনেই ছুটেছেন সঙ্গে সঙ্গে।

Advertisement

খবর ছড়াতেই প্রত্যক্ষদর্শীরা মুখ খুলেছেন সংবাদমাধ্যমের কাছে। জনৈকের কথায়, “দিব্যি ছিলেন খোশমেজাজে। শুটিংয়ের ফাঁকে বাকিদের সঙ্গে রসিকতাও করছিলেন কর্তা-গিন্নি। রাঘব যে উপভোগ করছিলেন শুটিং, সেটা তাঁর কথাবার্তা, ব্যবহারে ধরা পড়ছিল।” তাঁরা তখন শটের মাঝপথে। হঠাৎ বা়ড়ি থেকে ফোন। গুরুতর অসুস্থ পরিণীতির শাশুড়ি। শুনেই রাঘব-পরিণীতি আর দাঁড়াননি। শুটিং ফেলে দৌড়েছেন বাড়িতে। হাসপাতালে ভর্তি করা হয়েছে রাঘবের মাকে।

খবর, আগের তুলনায় স্থিতিশীল রাজনীতিবিদের মা। তবে এখনই আর শুটিংয়ে ফিরছেন না দম্পতি। বাকি শুটিং কবে করবেন তাঁরা, সে কথা পরিস্থিতি বুঝে জানিয়ে দেবেন, এমনই বার্তা পাঠিয়েছেন কপিল শর্মার শো-এর প্রযোজককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement