Karan Johar

পার্টি শুরু?

পাপারাৎজ়ির কাছে পার্টির অন্যতম আকর্ষণ ছিলেন ভিকি আর ক্যাট, যদিও তাঁরা আলাদাই এসেছিলেন কর্ণের বাড়িতে। 

Advertisement

নিদস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০০:০১
Share:

ভিকি ও ক্যাটরিনা।

প্রায় এক বছর আগের একটি পার্টি নিয়ে সম্প্রতি জেরবার হয়েছেন কর্ণ জোহর। সেই পার্টিতে তারকাদের মাদক সেবনের অভিযোগ উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হয়েছিলেন কর্ণ। কিন্তু তা বলে পার্টি করা তো আর বন্ধ করে দেবেন না! সোমবার রাতে নিজের বাড়িতে একটি ছোট গেট-টুগেদারের আয়োজন করেছিলেন কর্ণ। সেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, জ়োয়া আখতার, কবীর খান ও তাঁর স্ত্রী মিনি মাথুর। স্বাভাবিক ভাবে পাপারাৎজ়ির কাছে পার্টির অন্যতম আকর্ষণ ছিলেন ভিকি আর ক্যাট, যদিও তাঁরা আলাদাই এসেছিলেন কর্ণের বাড়িতে।

Advertisement

অতিমারির পর থেকে বি-টাউনে পার্টি কমে গিয়েছে। তবে শীতের মরসুমে বলিউড পার্টি করা থেকে কতটা বিরত থাকবে, তা নিয়ে সন্দেহ আছে। কর্ণের পার্টিতে যতটা জৌলুস থাকে, এ দিন তা ছিল না। আলিয়া ভট্ট, রণবীর কপূর, দীপিকা পাড়ুকোনের মতো অনেক ঘনিষ্ঠই উপস্থিত ছিলেন না। সূত্রের খবর, এ দিন আসলে কাজের আলোচনাই হয়েছে। তা হলে কি জ়োয়া ও কবীরের মতো পরিচালকের উপস্থিতিতে নতুন ছবির পরিকল্পনা করছিলেন কর্ণ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement