Asif Khan

মাত্র ৩৪ বছরে হৃদ্‌রোগে আক্রান্ত! হঠাৎ অসুস্থ হন, মৃত্যুমুখ থেকে ফিরে কী জানালেন ‘পঞ্চায়েত’-এর আসিফ?

একেবারেই আকস্মিক ভাবে অসুস্থ হয়ে প়ড়েন আসিফ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দ্রুত শুরু হয় চিকিৎসা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৬:৪৩
Share:

মাত্র ৩৪-এ হৃদ্‌রোগে আক্রান্ত আসিফ। ছবি: সংগৃহীত।

‘পাতাললোক’, ‘মির্জ়াপুর’, ‘হিউম্যান’-এর মতো ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন। ইতিমধ্যেই বলিউডের বড় পর্দা ও ওটিটি মঞ্চের পরিচিত মুখ, ৩৪ বছরের আসিফ খান। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি। রবিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন আসিফ।

Advertisement

আকস্মিক ভাবে অসুস্থ হয়ে প়ড়েন আসিফ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দ্রুত শুরু হয় চিকিৎসা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আসিফের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে ঘটনাটি জানান। তিনিই জানিয়েছেন, বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পরে সমাজমাধ্যমে নিজেই একটি পোস্ট করেন আসিফ। অভিনেতা জানান, গত ৩৬ ঘণ্টা ধরে তিনি ছাদের দিকেই তাকিয়ে রয়েছেন এবং অনেক কিছু উপলব্ধি করেছেন। ছাদের একটি ছবি ভাগ করে নিয়ে আসিফ লিখেছেন, “টানা ৩৬ ঘণ্টা ধরে এই এক দিকে তাকিয়ে থেকে বুঝেছি, এই জীবন খুব ছোট। জীবনের একটা দিনও এড়িয়ে যাবেন না। এক মুহূর্তে অনেক কিছু বদলে যেতে পারে। জীবনে যা কিছু রয়েছে এবং আপনি যেমন আছেন, তার জন্য সব সময় কৃতজ্ঞ থাকুন।”

Advertisement

আসিফ আরও লিখেছেন, “সব সময়ে মনে রাখবেন, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কে। তাঁদের সব সময় আগলে রাখবেন। জীবন কিন্তু একটা উপহার। আমাদের কাছে এই উপহার কিন্তু আশীর্বাদের মতো।”

জানা যাচ্ছে, আগামী কয়েকটা দিন পর্যবেক্ষণে থাকবেন তিনি। ওটিটিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন আসিফ। ‘পঞ্চায়েত’ সিরিজ়ের প্রথম সিজ়নে তাঁর অভিনীত জামাইয়ের চরিত্র নজর কেড়েছিল। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘ভূতনি’ ও ‘কাকুড়া’ নামে দুটি ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement