Pavitra-Eijaz

প্রেম ভেঙেছে ৫ মাস আগে, বিচ্ছেদ লুকিয়ে রেখেছিলেন পবিত্র-অ্যায়জ়াজ?

‘বিগ বস্‌’-এর বাড়িতে প্রেমের শুরু পবিত্র পুনিয়া এবং অ্যায়জ়াজ খানের। ২০২২ সালের অক্টোবরে হিরের আংটি পরিয়ে প্রেমিকাকে প্রেম নিবেদন করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৩
Share:

পবিত্র পুনিয়া এবং অ্যায়জ়াজ খান। ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌’-এর বাড়িতে প্রেমের কাহিনি দর্শকের কাছে নতুন কিছু নয়। শমিতা শেট্টি, রাকেশ বাপট থেকে কর্ণ কুন্দ্র, তেজস্বী যাদব— এমন অনেক জুটিকেই দেখেছিল দর্শক। কারও প্রেম রয়ে গিয়েছে। কোনও জুটি আবার রিয়্যালিটি শো শেষ হওয়ার পরেই ইতি টেনেছে সম্পর্কে। এক দিকে যেমন কর্ণ, তেজস্বীর প্রেম দেখছেন অনুরাগীরা। অন্য দিকে আবার ভাঙনের খবর বেড়েই চলেছে। ‘বিগ বস্‌’-এর বাড়ি থেকে বার হওয়ার বেশ কিছু দিন পরে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন শমিতা, রাকেশ। সে পথে হেঁটেছিলেন গওহর খান এবং কুশল টন্ডনও। এ বার সেই তালিকায় জুড়ল অ্যায়জ়াজ খান এবং পবিত্র পুনিয়ার নাম। ‘বিগ বস্‌ ১৪’-র প্রতিযোগী ছিলেন দু’জনেই। সেটেই তাঁদের প্রেম। ২০২২ সালের অক্টোবরে পবিত্রকে হিরের আংটি দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেমের প্রস্তাব দেন অ্যায়জ়াজ। ২০২৪ সালের শুরুতেই বিচ্ছেদের কথা শোনালেন তাঁরা।

Advertisement

মাঝের কয়েকটা বছরে কী ঘটেছে অবশ্য কারও জানা নেই। অন্দরের খবর, পাঁচ মাস আগেই বিচ্ছেদ হয়েছে তাঁদের। কিন্তু সবটাই আড়ালে ছিল। তবে সম্পর্ক ভাঙলেও মুম্বইয়ে একই ফ্ল্যাটে থাকছিলেন তাঁরা। সদ্য আলাদা হয়েছেন তাঁরা। পুরনো ফ্ল্যাটে পবিত্র থাকলেও অ্যায়জ়াজ থাকছেন নতুন একটি ফ্ল্যাটে।

বিচ্ছেদ প্রসঙ্গে পবিত্র বলেন, “সব শুরুরই একটা শেষ থাকে। তেমনই সম্পর্কেরও একটা সময়সীমা হয়। কয়েক মাস আগে অ্যায়জ়াজের সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে। সম্পর্ক ভাঙলেও সব সময় ওর জন্য মঙ্গলকামনাই করব। সম্পর্ক না টিকলেও আমি ওকে (অ্যায়জ়াজ) খুবই সম্মান করি।” যদিও বিচ্ছেদ প্রসঙ্গে অ্যায়জ়াজ কোনও কথা বলতে চাননি। তিনি জানান, পবিত্রের জন্য সব সময় প্রার্থনা করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement