Entertainment News

রিয়্যালাটি শোয়ের এপিসোড পিছু কত রোজগার করেন বলি-সেলেবরা?

একটা সিনেমা করতে সল্লু ভাই এখন দর হাঁকেন ৬০ কোটি। ৪০-৪৫ কোটির সারিতে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট ও খিলাড়ি। এর ঠিক পরেই ৩৫ কোটির সারিতে রয়েছেন কিঙ্গ খান। কিন্তু সেলেবদের সিনেমার আয় নিয়ে পেজ থ্রির পাতায় তুমুল চর্চা হলেও রিয়্যালিটি শোয়ের আয়ের অঙ্কটা কিছুটা হলেও আড়ালেই থেকে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১৩:৫৫
Share:

একটা সিনেমা করতে সল্লু ভাই এখন দর হাঁকেন ৬০ কোটি। ৪০-৪৫ কোটির সারিতে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট ও খিলাড়ি। এর ঠিক পরেই ৩৫ কোটির সারিতে রয়েছেন কিঙ্গ খান। কিন্তু সেলেবদের সিনেমার আয় নিয়ে পেজ থ্রির পাতায় তুমুল চর্চা হলেও রিয়্যালিটি শোয়ের আয়ের অঙ্কটা কিছুটা হলেও আড়ালেই থেকে যায়। তবে লাইম লাইটের পিছনে থাকলে কী হবে, আয়ের পরিমাণে চোখ কপালে ওঠাতে পারে এই শোগুলোও। টিভি শোয়ের প্রতি এপিসোড পিছু কত আয় করেন সেলেবরা? জানান দেবে সঙ্গের গ্যালারি।

Advertisement

আরও পড়ুন: ‘দরজা খোলা আছে, যদি কেউ আহ্বান জানান তা হলে আমিও আছি’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement