Entertainment News

দীপিকা, প্রিয়ঙ্কা এঁরা রণবীরকে ভালবেসে কী নামে ডাকেন, জানেন?

রণবীরের ‘জিগরি দোস্ত’ অর্জুন কপূর ডাকেন ‘বাবা’ নামে। আলিয়া ভট্ট রণবীরকে অভিনন্দন জানানোর সময় ‘টুটু’ বলে উল্লেখ করেছিলেন। এর থেকে বোঝা যায়, রণবীরকে তিনি প্রায়ই টুটু বলে ডাকেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১৩:১০
Share:

রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন।

তাঁদের দু’জনের বিয়ের দিন পাকা। সোশ্যাল মিডিয়াতে বিয়ের তারিখও জানিয়ে দিয়েছেন। বলিউডের এই ‘কাপল’কে নিয়েই বেশ হইচইও শুরু হয়ে গিয়েছে। নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই যে কোন ‘কাপল’-এর কথা এখানে বলা হচ্ছে!

Advertisement

রণবীর সিংহ আর দীপিকা পাড়ুকোন। দু’জনের মধ্যে খুনসুটি, প্রেমের গল্প এখন আর খুব একটা অজানা নয় কারও। কিন্তু রণবীরের সম্পর্কে একটি তথ্য এত দিন খুব একটা প্রকাশ্যে আসেনি। তবে সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সেটাও এ বার প্রকাশ্যে চলে এল।

রণবীরের বেশ কয়েকটি নাম আছে। আদর করে বা ভালবেসে তাঁকে অনেকেই নানা নামে ডাকেন। হবু স্ত্রী দীপিকা রণবীরকে যে নামে ডাকেন সেটা জানেন কি? প্রিয়ঙ্কা চোপড়াই বা কী নামে ডাকেন রণবীরকে? নামের তালিকাটা বেশ দীর্ঘ। দেখে নেওয়া যাক কে কোন নামে ডাকেন রণবীরকে।

Advertisement

রণবীরের ‘জিগরি দোস্ত’ অর্জুন কপূর ডাকেন ‘বাবা’ নামে। আলিয়া ভট্ট রণবীরকে অভিনন্দন জানানোর সময় ‘টুটু’ বলে উল্লেখ করেছিলেন। এর থেকে বোঝা যায়, রণবীরকে তিনি প্রায়ই টুটু বলে ডাকেন।

আরও পড়ুন: রণবীর সিংহের আগে দীপিকার সঙ্গে কাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল?

অনিল কপূর আবার তাঁকে ‘টাইগার’ বলে ডাকেন। পরিণীতি চোপড়া রণবীরকে ‘নিউটেলা’ বাবলু বলে ডাকেন।

প্রিয়ঙ্কা চোপড়া আবার ‘রন্নো’ বলে ডাকেন। বিয়ে পাকা হওয়ার পরে তিনি রণবীরকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তু হিরো বন গয়া রন্নো’।

আরও পড়ুন: বিয়ে করছেন কপিল, কবে জানেন?

তবে হবু বরকে তিনি কী নামে ডাকেন সেটা কখনওই প্রকাশ্যে আনতে চাননি দীপিকা। কিন্তু সেটাও ফাঁস করে দেন অর্জুন কপূর। কিছু দিন আগেই এই রহস্য ফাঁস করে দিয়েছেন অর্জুন। তাঁর কথা থেকেই জানা গিয়েছে দীপিকা রণবীরকে ‘বুবু’ বলে ডাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement