Entertainment News

‘ফাগুন বউ’-এর মুকুটে নতুন পালক

দিন কয়েক আগেই টুইটারে ‘ফাগুন বউ’-এর নতুন পাওনার কথা জানিয়েছেন খোদ বিক্রম চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ১৬:০৫
Share:

শুটিংয়ের ফাঁকে বিক্রম এবং ঐন্দ্রিলা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

মহুল আর রোদ্দুরের সম্পর্কটা আদৌ সহজ হবে কি? বাংলা টেলি দর্শকদের মধ্যে একটা বড় অংশ ইদানীং এই প্রশ্নটা করছেন। কারণ মহুল আর রোদ্দুর এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’-এর সৌজন্যে দর্শকদের ঘরে ঘরে জায়গা করে নিয়েছেন। মহুল এবং রোদ্দুরে ভূমিকায় অভিনয় করেছেন ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়। সেই ধারাবাহিকের মুকুটে এ বার নতুন পালক।

Advertisement

দিন কয়েক আগেই টুইটারে ‘ফাগুন বউ’-এর নতুন পাওনার কথা জানিয়েছেন খোদ বিক্রম চট্টোপাধ্যায়। টানা চার সপ্তাহ ধরে সংশ্লিষ্ট চ্যানেলের এক নম্বর শো হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। দর্শকদের ভালবাসা, সমর্থনের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বিক্রম।

‘সাত পাকে বাঁধা’র পর বিক্রম-ঐন্দ্রিলার জুটিকে ফিরিয়ে এনেছে ‘ফাগুন বউ’। জুটি হিসেবে আগের মতোই জনপ্রিয়তা পাচ্ছেন তাঁরা। ত্রিকোণ সম্পর্কের গল্প ফ্রেমবন্দি হচ্ছে এই ধারাবাহিকে। সব মিলিয়ে দর্শক যে মহুল আর রোদ্দুরের পাশেই রয়েছেন তার প্রমাণ দিচ্ছে সাপ্তাহিক টিআরপির হিসেব।

Advertisement

আরও পড়ুন জন্মদিনে ইলিশ মাছ দিয়ে ভাত খাব বলছেন পরমা

আরও পড়ুন জন্মদিনে ইলিশ মাছ দিয়ে ভাত খাব বলছেন পরমা _ !

আরও পড়ুন জন্মদিনে ইলিশ মাছ দিয়ে ভাত খাব বলছেন পরমা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement