খান ভাইদের ‘বেরাদরি’, ফোটোস্ অফ দ্য ডে!

একেই বলে, ফোটোস্ অফ দ্য ডে। মঙ্গলবার ‘সুলতান’-এর সেটে সলমন খানের সঙ্গে হঠাত্ই দেখা করতে গেলেন শাহরুখ খান। তখন পুরোদস্তুর শুটিংয়ে ব্যস্ত সল্লু মিঞা। হঠাত্ই শাহরুখকে দেখে অবাক হয়ে যান ভাইজান। একে অপরকে জড়িয়েও ধরেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ১৭:২৪
Share:

‘সুলতান’-এর সেটে দুই নায়ক। ছবি: টুইটারের সৌজন্যে।

একেই বলে, ফোটোস্ অফ দ্য ডে।

Advertisement

মঙ্গলবার ‘সুলতান’-এর সেটে সলমন খানের সঙ্গে হঠাত্ই দেখা করতে গেলেন শাহরুখ খান। তখন পুরোদস্তুর শুটিংয়ে ব্যস্ত সল্লু মিঞা। হঠাত্ই শাহরুখকে দেখে অবাক হয়ে যান ভাইজান। একে অপরকে জড়িয়েও ধরেন তাঁরা। সে মুহূর্তে সেটে সকলেই ইমোশনাল হয়ে পড়েন।

কয়েক মুহূর্তেই টুইটারে ছড়িয়ে পড়ে খান ভাইদের ‘বেরাদরি’র ছবি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবিটি। বি-টাউনের একটা বড় অংশের মতে, যখন একে অপরের বিরুদ্ধে নানা কথা বলে বা বোল্ড কমেন্ট করে শিরোনামে থাকতে চাইছেন, তখন দুই খানের এই বন্ধুত্ব সত্যিই এক অন্য বন্ধুত্বের মেসেজ দিল।

Advertisement

আগেই ‘সুলতান’-এর জন্য আগাম ভবিষ্যতবাণী করেছিলেন আমির খান। মিস্টার পারফেকশনিস্ট বলেছিলেন, বক্স অফিসে বাজিমাত্ করবেই ‘সুলতান’। কিন্তু শাহরুখ মুখে কোনও প্রশংসা না করে সোজা সেটেই পৌঁছে গেলেন।

এ বার আপনি বলুন তো, কে সলমনের বেশি বন্ধু?

আরও পড়ুন, ‘সুলতান’ সেটে ভূত সামলালেন সলমন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement