Pia Bajpai

বলিউডের এই অভিনেত্রীকে চিনতে পারছেন?

চরিত্রের তাগিদে ‘যা-খুশি’ সাজতে দ্বিধা বোধ করেন না জাঁদরেল অভিনেতারা। যেমন এই অভিনেত্রী। আসন্ন ছবির জন্য ‘মাথা কামিয়ে’ ফেলেছেন ইনি। আর এই কারণে অভিনেত্রী এখন ‘টক অব দ্য টাউন’। তাঁর এমন কাণ্ডকারখানা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চর্চাও বিস্তর। কী এমন ছবি, ছবির বিশেষত্বই বা কী, সে সবকিছুই জেনে নেওয়া যাক একনজরে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ১০:৫৭
Share:
০১ ০৮

চরিত্রের তাগিদে ‘যা-খুশি’ সাজতে দ্বিধা বোধ করেন না জাঁদরেল অভিনেতারা। যেমন এই অভিনেত্রী। আসন্ন ছবির জন্য ‘মাথা কামিয়ে’ ফেলেছেন ইনি। আর এই কারণে অভিনেত্রী এখন ‘টক অব দ্য টাউন’। তাঁর এমন কাণ্ডকারখানা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চর্চাও বিস্তর। কী এমন ছবি, ছবির বিশেষত্বই বা কী, সে সবকিছুই জেনে নেওয়া যাক একনজরে।

০২ ০৮

মালয়ালি অভিনেতা টোভিনো থমাসের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন পিয়া। ছবির নাম ‘অভিয়ুম অনুভূম’। মালয়ালম এবং তামিল এই দুই ভাষায় মুক্তি পাবে এই ছবিটি। লাতিন আমেরিকার বাস্তব গল্পের অবলম্বনে এগিয়েছে এই ছবির প্লট।

Advertisement
০৩ ০৮

পিয়া বলছেন, চরিত্রটি তো বটেই, ছবির গল্পও বেশ চ্যালেঞ্জিং। ছবিটির বেশ কিছু দৃশ্যের জন্যই এই ন্যাড়া মাথা অবস্থায় আমাকে দেখা যাবে। এই চরিত্রের জন্য ঠিকঠাক মেক আপ করতেই সময় লেগে যায় চার থেকে পাঁচ ঘন্টা।’

০৪ ০৮

সঙ্গে পিয়া এও বললেন ‘এই লুক নিয়ে না তো বেশি মাথা ঘোরাতে পারি, না হাসতে। সকাল সাতটায় যদি শ্যুট শুরু হয় তাহলে ভোর চারটে থেকে আমাকে লুকের জন্য প্রস্তুতি শুরু করতে হয়। ১২ ঘন্টারও বেশি সময় ধরে এই লুকে আমাকে থাকতে হয়।’

০৫ ০৮

সত্যিই কি মাথা ন্যাড়া করতে চেয়েছিলেন পিয়া? পিয়া বলছেন, ‘আমার মনে হয়েছিল মেক আপের থেকে সত্যি-সত্যিই মাথা ন্যাড়া করলে ভাল হত। কিন্তু পরিচালক পরে আমাকে বলেন এই লুকে মাত্র তিন-চারদিনের শ্যুটিং হবে। তিনিই ন্যাড়া হতে নিষেধ করেন। তবে এই মেক আপ খুলে ফেলতেও সময় লাগে অনেকক্ষণ।’

০৬ ০৮

ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুজব রটেছিল, ক্যানসার রোগীর চরিত্রে অভিনয় করবেন বলেই পিয়া বাজপেয়ী এমন লুকে ধরা দিয়েছেন। এই সব গুজবকে এক্কেবারে উড়িয়ে দিয়ে পিয়ার বক্তব্য, ‘না একেবারেই না। পুরোদস্তুর রোম্যান্টিক ছবি এটি। কেন এমন লুক তার জন্য তো ছবিটা দেখতে হবে। এখন থেকে বলে দিলে কি আর দর্শক হলমুখী হবেন?’

০৭ ০৮

তামিলে ‘অভিয়ুম অনুভূম’ আর মালয়ালমে ছবির নাম ‘অভিয়ুদে কথা অনুভিন্তেয়ুম’। বিআর বিজয়লক্ষ্মী পরিচালনা করছেন এই রোম্যান্টিক ড্রামার। উদয় মহেশ লিখেছেন চিত্রনাট্য। পিয়া এই ছবিতে একটি গ্রামের মেয়ে আর টোভিনো একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। হাজার প্রতিবন্ধকতার মধ্যেও নিজেদের প্রেমকাহিনি টিকিয়ে রাখার গল্প  ‘অভিয়ুম অনুভূম’।

০৮ ০৮

‘এই ছবির অংশীদার হতে পেরে খুব খুশি হয়েছি। গল্পটা যখন শুনি তখনই বার বার ভগবানকে ডাকি অফারটা যেন আমার কাছেই থাকে।’ আরেকটু যোগ করলেন পিয়া বাজপায়ী। আপাতত প্রোমোশনের কাজেই ব্যস্ত এই ছবির কলাকুশলীরা। ৯ মার্চ মুক্তি পাবে এই ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement