Pizza Index

ইরানে হামলা চালাতে পারে আমেরিকা? তেহরান-ওয়াশিংটন উত্তেজনার আবহে আবার সক্রিয় সেই ‘পেন্টাগন পিৎজ়া সূচক’

কী এই ‘পেন্টাগন পিৎজ়া সূচক’? কী ভাবেই বা জনপ্রিয় ইটালীয় সুস্বাদু খাবার এবং পেন্টাগনে তার বেশি করে অর্ডার পৌঁছোনো যুদ্ধ বা বিশ্ব রাজনীতিতে ঘটতে চলা কোনও বড় ঘটনার ইঙ্গিত দেয়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৩:৫৮
Share:
০১ ২১

আমেরিকা-ইরানের মধ্যে ‘কিছু’ একটা ঘটতে চলেছে! ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি পেন্টাগন এবং তার আশপাশের এলাকায় পিৎজ়া অর্ডারের ধুম বৃদ্ধি পাওয়ার পর তেমনটাই ইঙ্গিত নেটমাধ্যমের এক জনপ্রিয় সূচকের। সেই সূচকের দাবি, আমেরিকা-ইরানের মধ্যে এই উত্তেজনার আবহ সহজে প্রশমিত হওয়ার নয়।

০২ ২১

এই সূচকের নাম ‘পেন্টাগন পিৎজ়া ইনডেক্স’ বা ‘পেন্টাগন পিৎজ়া সূচক’। পেন্টাগনে কত পিৎজ়া যাচ্ছে, তা বোঝা যায় নির্দিষ্ট ওই সূচক দিয়ে। আমেরিকার সামরিক সদর দফতরের কাছাকাছি রেস্তরাঁগুলিতে অর্ডার করা পিৎজ়ার সংখ্যা থেকে সম্ভাব্য সঙ্কট বা সামরিক অভিযানেরও অনুমান করে সেই সূচক! অবিশ্বাস্য লাগলেও এ কথা সত্যি।

Advertisement
০৩ ২১

কিন্তু কী এই ‘পেন্টাগন পিৎজ়া সূচক’? কী ভাবেই বা জনপ্রিয় ইটালীয় সুস্বাদু খাবার এবং পেন্টাগনে তার বেশি করে অর্ডার পৌঁছোনো যুদ্ধ বা বিশ্ব রাজনীতিতে ঘটতে চলা কোনও বড় ঘটনার ইঙ্গিত দেয়?

০৪ ২১

ষড়যন্ত্র তত্ত্ববাদীদের একাংশের মতে, আমেরিকার সামরিক সদর দফতরে বেশি পরিমাণ পিৎজ়ার অর্ডার পৃথিবীর বুকে কোনও বড় ঘটনার ইঙ্গিত।

০৫ ২১

‘পেন্টাগন পিৎজ়া সূচক’ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এমন একটি তত্ত্ব, যা দাবি করে, গভীর রাতে পেন্টাগনে পিৎজ়ার অর্ডার বৃদ্ধির অর্থ হল, হয় আমেরিকার জাতীয় নিরাপত্তায় কোনও সঙ্কট এসেছে, নয়তো তা কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত। বিশ্বের বুকে ঘটে চলা কোনও রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিতও হতে পারে সেটি।

০৬ ২১

‘পেন্টাগন পিৎজ়া সূচক’ তত্ত্বটি জনপ্রিয়তা পায় ঠান্ডা যুদ্ধের সময় থেকে। ওয়াশিংটনে থাকা সোভিয়েত চরেরা নাকি পেন্টাগনে পিৎজ়া সরবরাহের বাহুল্য দেখে বুঝতেন যে মার্কিন সরকার বড় কোনও পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে কি না।

০৭ ২১

‘পেন্টাগন পিৎজ়া সূচক’ তত্ত্বে বিশ্বাসীদের মত, বড়সড় কোনও ঘটনা ঘটার আগে পেন্টাগনে তৎপরতা বৃদ্ধি পায়। চরম ব্যস্ত হয়ে পড়েন আমেরিকার প্রতিরক্ষা দফতরের কর্তারা। অফিস ছেড়ে কোথাও যেতে পারেন না তাঁরা।

০৮ ২১

তখন বাইরে থেকে খাবার আনিয়ে খিদে মেটাতে হয় ওই আধিকারিকদের। এবং সে ক্ষেত্রে পিৎজ়াই বেশি প্রাধান্য পায়। নিজেদের জায়গায় বসে কাজ করতে করতেই পিৎজ়া খান পেন্টাগনের আধিকারিকের। তাই পেন্টাগনে পিৎজ়া অর্ডারের সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়ে গেলে অনেকেই ধরে নেন, বড় কিছু ঘটতে চলেছে। পিৎজ়াই হয়ে ওঠে সঙ্কটের সঙ্কেত।

০৯ ২১

যদিও সেই তত্ত্বের সমর্থনে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই। যুক্তিবাদীরা বিষয়টিকে যুদ্ধকালীন ‘গুজব’ এবং গোয়েন্দা গল্প ভালবাসেন এমন মানুষদের রসদ বলেই মনে করেন। আমেরিকার সরকারি কর্তারাও বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন বার বার।

১০ ২১

তবে ‘পেন্টাগন পিৎজ়া সূচক’ ‘সঠিক’ও প্রমাণিত হয়েছে একাধিক বার। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালের অগস্টে সাদ্দাম হুসেন কুয়েত আক্রমণ করার কয়েক ঘণ্টা আগে নাকি ওয়াশিংটনের একটি পিৎজ়া দোকান থেকে প্রচুর পরিমাণে পিৎজ়া সরবরাহ করা হয়েছিল পেন্টাগনে।

১১ ২১

এর পরেই কুয়েতে আকস্মিক আক্রমণ শুরু করে ইরাক। সাদ্দাম হোসেনের বাহিনী সীমান্ত অতিক্রম করে এবং কয়েক ঘণ্টার মধ্যে ছোট উপসাগরীয় দেশটিকে দখল করে নেয়। কুয়েতকে ইরাকের ‘১৯তম প্রদেশ’ ঘোষণা করা হয়।

১২ ২১

‘পেন্টাগন পিৎজ়া সূচক’ অনুযায়ী, ইরাকের কুয়েত আক্রমণ, সার্বিয়ার উপর নেটোর বোমা হামলা, আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধ, এমনকি ২০১১ সালে লিবিয়ায় হস্তক্ষেপের আগেও পেন্টাগনে গভীর রাতে পিৎজ়ার অর্ডার হঠাৎ করে বেড়ে গিয়েছিল।

১৩ ২১

সাম্প্রতিক সময়ের মধ্যে গত বছরের জুন মাসেও ‘পেন্টাগন পিৎজ়া সূচক’ ‘সঠিক’ প্রমাণিত হয়েছিল। ইরানের সরকারি সংবাদমাধ্যমে তেহরানে বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগে নাকি পেন্টাগনের আশপাশের এলাকায় পিৎজ়ার অর্ডার বৃদ্ধি পেয়েছিল।

১৪ ২১

পেন্টাগন থেকে প্রচুর পরিমাণ পিৎজ়ার অর্ডার আসা যে বড় কোনও ঘটনার ইঙ্গিত, তা মনে করেন ওয়াশিংটনের পিৎজ়া দোকানগুলির মালিক এবং কর্মীরাও। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক পিৎজ়া সরবরাহকারী ১৯৯০ সালের অগস্টে বলেছিলেন, ‘‘আমরা জানি বিষয়টা। পানামা হামলার আগের রাতে পেন্টাগন থেকে আসা পিৎজ়ার অর্ডার দ্বিগুণ হয়ে গিয়েছিল। গ্রানাডা আক্রমণের আগেও একই ঘটনা ঘটেছিল। আমরা অনেক অর্ডার পেয়েছিলাম। মধ্যরাত থেকে অর্ডার আসা শুরু হয়। আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটতে চলেছে।’’

১৫ ২১

পেন্টাগনে পিৎজ়ার অর্ডার দেখে কোনও বড় ঘটনার ইঙ্গিত করাকে বলে ‘পিজ়িন্ট’, অর্থাৎ পিৎজ়া গোয়েন্দা। আমেরিকার সাংবাদিক উলফ ব্লিটজ়ার এক বার রসিকতা করে বলেছিলেন, ‘‘সাংবাদিকদের জন্য একটাই পরামর্শ, সব সময় পিৎজ়ার উপর নজর রাখুন।’’

১৬ ২১

‘পেন্টাগন পিৎজ়া রিপোর্ট’ এবং ‘পেন্টাগন পিৎজ়া ওয়াচ’ নামে একাধিক এক্স হ্যান্ডল পেন্টাগন এবং সিআইএ-এর মতো সরকারি সংস্থাগুলির কাছে অনলাইনে কত পিৎজ়ার অর্ডার যায়, তা অনুসরণ করে। সম্প্রতি সেই এক্স হ্যান্ডলগুলি আবার সক্রিয় হয়েছে।

১৭ ২১

ইরানে বিক্ষোভ এবং মার্কিন হুমকির পটভূমিতে একটি ইরানীয় টিভি চ্যানেলে বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর পরেই জল্পনা শুরু হয়, পশ্চিম এশিয়ায় চলমান সঙ্কটের পরিপ্রেক্ষিতে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

১৮ ২১

এর পরেই সক্রিয় হয় ‘পেন্টাগন পিৎজ়া সূচক’। দেখা যায়, ওই ঘটনার পর থেকে ওয়াশিংটনের পাপা জন’স, ফ্রেডিজ় বিচ বার, ডোমিনো’জ় পিৎজ়া, ডিস্ট্রিক্ট পিৎজ়া প্যালেস এবং ক্রিস্টাল সিটি স্পোর্টস পাবের মতো দোকানগুলিতে পিৎজ়ার অর্ডার বৃদ্ধি পেয়েছে। অর্ডার আসছে আমেরিকার সামরিক সদর দফতর পেন্টাগন বা তার কাছেপিঠের এলাকা থেকে।

১৯ ২১

‘পেন্টাগন পিৎজ়া সূচক’-এ বিশ্বাসী অনেকে দাবি তুলেছেন, গত কয়েক দিনে পাপা জন’স নামের দোকানে পিৎজ়ার অর্ডার ২৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পেন্টাগনের কাছে বৃদ্ধি পেয়েছে ২২২ শতাংশ।

২০ ২১

সঙ্গে সঙ্গে জল্পনা তীব্রতর হয়। টনক নড়ে অনেকের। প্রশ্ন ওঠে, তা হলে কি কোনও বড় প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন? ইরানে কি হামলা চালাতে পারে আমেরিকা?

২১ ২১

ষড়যন্ত্র তত্ত্ববাদীদের একাংশের মতে, পেন্টাগন এবং আশপাশের এলাকায় পিৎজ়ার অর্ডার বৃদ্ধির অর্থ আমেরিকা নিশ্চয়ই বড় কোনও পরিকল্পনা করছে। ইরানের উপর মার্কিন হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। ‘পেন্টাগন পিৎজ়া সূচক’-এ বিশ্বাসী এক নেটাগরিক সম্প্রতি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘পেন্টাগনে পিৎজ়া অর্ডার বাড়ছে। এটি আসন্ন যুদ্ধের স্পষ্ট সতর্কতা। এ বার কি তবে ইরান?’’

সব ছবি: সংগৃহীত এবং প্রতীকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement