৪২ টি বসন্ত কাটিয়েছেন যুগলে। ‘ধন্যি মেয়ে’ থেকে তিনি এখন ধন্যি গিন্নি। ‘জঞ্জির’-এর অ্যাংরি ইয়ং ম্যান থেকে অধুনা ‘পিকু’-র বাবা হয়ে ওঠার সফরে বাহাত্তরের শাহেনশা-র অন্তর-বাহির আগলে রেখেছেন জয়া। অন্য দিকে, সিনেমার পথ হোক বা রাজনীতির ময়দান— জয়া পাশে পেয়েছেন অমিতাভকে। ৪২তম বিবাহবার্ষিকীতে স্মৃতির অ্যালবামে বাঁধা পড়লেন তাঁরা। আনন্দবাজার আর্কাইভে যুগলের ছবিতে সাজল গ্যালারি।