সুশান্ত মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে চিঠি দিন মোদীকে, সাংসদদের আর্জি সুব্রহ্মণ্যম স্বামীর

সেই চাওয়া আরও জোরদার করতে বিজেপি সাংসদের আবেদন, ‘‘যাঁরা সিবিআই তদন্ত চাইছেন তাঁরা এলাকার সাংসদকে জানান। তিনি সেই আবেদনে মোদীর কাছে পৌঁছে দেবেন।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৪:৫৯
Share:

বাঁ দিকে সুশান্ত এবং ডান দিকে সুব্রহ্মণ্যম স্বামী।

শুধুই ভক্তরা নন, রাজনৈতিক ব্যক্তিত্বরাও সুশান্ত সিংহ রাজপুতের অপমৃত্যুর প্রকৃত সত্য জানতে আগ্রহী হলে চিঠি দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, টুইটে দেশের সমস্ত সাংসদদের উদ্দেশ্যে এই আর্জি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর। এর আগেই সুশান্তের হঠাৎ চলে যাওয়া মেনে নিতে না পেরে মৃত্যুর পর পরই সিবিআই তদন্ত চেয়েছিলেন প্রাক্তন সাংসদ, কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম, বিজেপি বিধায়ক নীরজকুমার সিংহ।

সেই চাওয়া আরও জোরদার করতে বিজেপি সাংসদের আবেদন, ‘‘যাঁরা সিবিআই তদন্ত চাইছেন তাঁরা এলাকার সাংসদকে জানান। তিনি সেই আবেদনে মোদীর কাছে পৌঁছে দেবেন।’’

এই আবেদনের দু’সপ্তাহ আগে সুব্রহ্মণ্যম স্বামী ব্যক্তিগত আর্জি নিয়ে একটি চিঠি লিখেছিলেন মোদীকে। একান্ত পত্রালাপে কী অনুরোধ জানিয়েছেন বিজেপি সাংসদ?

Advertisement

সেখানে তিনি পরিষ্কার ভাবে জানিয়েছিলেন, ‘‘আমি বিশ্বাস করি, সুশান্তের মৃত্যুর পিছনে বড় কোনও হাত রয়েছে। তদন্ত করলে বেরিয়ে আসতেও পারে এমন কিছু কারণ যা নবীন প্রতিভার প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট। ইতিমধ্যেই স্বজনপোষণ, আন্ডার ওয়ার্ল্ড যোগসাজশের সঙ্গে উঠে এসেছে বলিউডের ‘স্তম্ভ’ হিসেবে চিহ্নিত কিছু ব্যক্তিত্বের নাম, যাঁদের ইশারায় অনেক কিছুই ঘটতে পারে। তাই আমার আন্তরিক চাওয়া, পুলিশি তদন্তের পাশাপাশি বিষয়টির দায়িত্ব নিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সহকারি আইনজীবী ইস্করণ ভাণ্ডারিও পুরো বিষয়টি খতিয়ে দেখে আমার সঙ্গে সহমত।’’

আরও পড়ুন- সুশান্ত একেবারে ছেলেমানুষ, থেকে থেকেই জড়িয়ে ধরত: শাশ্বত

Advertisement


বিজেপি সাংসদ জোর দিয়ে এ কথাও বলেন, তিনি জানেন, মহারাষ্ট্রে অনেক বড় বড় রথী-মহারথী রয়েছেন যাঁরা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছেন। পুলিশি তদন্ত অভিনেতার আত্মহত্যার দিকেই ইঙ্গিত করছে। তারপরেও তাঁর অনুরোধ সুশান্তের অনুরাগী এবং বিহারবাসীর মুখ চেয়ে সরকার যেন সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এই তদন্তের বিশেষ প্রয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন