Narendra Modi

প্রধানমন্ত্রীর সাথে চলচ্চিত্র তারকাদের আলোচনাসভায় ডাকা হল না কোনও মহিলাকে, বিতর্ক চরমে

উদ্দেশ্য ছিল ভারতীয় বিনোদন জগতে সকল ক্ষেত্রে সমহারে জিএসটি কার্যকর করা এবং জিএসটির পরিমাণ কমানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিনোদন জগতের তারকাদের আলোচনা। কিন্তু সেই আলোচনা সভাই যে এভাবে বিতর্কে রূপ নেবে তা কে জানতো!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৩
Share:

এই বৈঠক ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

পুরুষদেরই আধিপত্য ভারতীয় বিনোদন জগতের সর্বত্র, এই অভিযোগ শোনা যায় হামেশাই। এ বার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জড়িয়ে পড়লেন সেই বিতর্কে। সম্প্রতি মুম্বইতে চলচ্চিত্র জগতের তারকাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আলোচনাসভার ছবি পোস্ট হতেই, তুঙ্গে উঠল বিতর্ক।

Advertisement

উদ্দেশ্য ছিল ভারতীয় বিনোদন জগতে সকল ক্ষেত্রে সমহারে জিএসটি কার্যকর করা এবং জিএসটির পরিমাণ কমানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিনোদন জগতের তারকাদের আলোচনা। কিন্তু সেই আলোচনা সভাই যে এভাবে বিতর্কে রূপ নেবে তা কে জানতো!

চলচ্চিত্র জগতের তারকাদের সঙ্গে করা প্রধানমন্ত্রী এই আলোচনা সভার একটি ছবি পোস্ট করা হয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। সেই ছবিতে ভারতীয় চলচ্চিত্র জগতে তারকা অক্ষয় কুমার, কর্ণ জোহার ছাড়াও ছিলেন বলিউডের খ্যাতনামা পরিচালক এবং প্রযোজকেরাও। ছিলেন মুম্বইয়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। কিন্তু আশ্চর্যজনক ভাবে চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত কোন মহিলা ছিলেন না এই আলোচনা সভায়! স্বাভাবিক ভাবেই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মহল থেকে বিতর্ক উঠতে থাকে তা নিয়ে।

Advertisement

আরও পড়ুন: সাহসী পোশাকে ঋতাভরী, ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

প্রধানমন্ত্রীর ছবিতে অনেকেই কমেন্ট করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভবত ‘মি টু’-র মতো প্রতিবাদ নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়ে গেছে। অনেকে ব্যাঙ্গ করে এমনও বলেন যে প্রধানমন্ত্রী হয়তো মহিলাদের চলচ্চিত্র জগতের অংশ মনে করেন না কিংবা তাঁদের যোগ্য মনে করেন না। মহিলাদের কোনও সমস্যা নেই বলেই হয়তো তাঁদের ডাকা হয়নি, এমনও বলেন অনেকে।

আরও পড়ুন: এই ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন গায়িকা মোনালি ঠাকুর!

কেউ কেউ এমনও বলেন যে, শুধুমাত্র মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আলোচনা করে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মানে কী? এই আলোচনাসভায় দেশের আর কোনও ফিল্ম ইন্ডাস্ট্রির অংশগ্রহণ না থাকা নিয়েও প্রশ্ন ওঠে যথেষ্ট।

প্রসঙ্গত, এর আগেও চলচ্চিত্র জগতের সঙ্গে আরও একটি আলোচনা সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেও অংশগ্রহণ করতে দেখা যায়নি কোনও মহিলাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন