Salman Khan

ভক্তের ভালবাসাই কাল! আরও জোরদার হল সলমনের নিরাপত্তা

কড়া নিরাপত্তার মধ্যেই সারা ক্ষণ থাকতে হয় সলমন খানকে৷ কিন্তু তার পরেও যে এমনটা ঘটবে তা আশা করেননি কেউ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:০৬
Share:

আরও বৃদ্ধি করা হল সলমনের নিরাপত্তা। ছবি: সংগৃহীত।

এক বছর আগের ঘটনা৷ সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুই বন্দুকবাজ। তার পর থেকে আরও আঁটসাঁট করা হয় ভাইজানের নিরাপত্তা৷ ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে সারা ক্ষণ চলতে হয় সলমনকে। কিন্তু এত ক়ড়াকড়ির ঘেরাটোপ পেরিয়েও নায়কের বাড়িতে ঢুকে পড়েন এক মহিলা। এই ঘটনার পর আরও বাড়ানো হল ভাইজানের নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তারক্ষী।

Advertisement

গত ২০ মে সকালে অভিনেতার আবাসনে ঢুকে পড়েন বছর তেইশের এক অনুরাগী। ঘড়িতে তখন সকাল ৭ টা ১৫। জিতেন্দ্রকুমার সিংহ নামক এক যুবক সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। জানা গিয়েছে, তিনি ছত্তীসগঢ়ের বাসিন্দা। তিনি সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করলে গেটের পাশে মোতায়েন পুলিশকর্মীরা তাঁকে ধরে ফেলেন। তার পর নিরাপত্তাকর্মীদের সঙ্গে বচসায়ও জড়ান ওই যুবক। তাঁকে আটক করে বাইরে বার করে দেওয়া হলেও নাছোড় তিনি। বাড়ির ভিতরে ঢুকবেনই। ওই আবাসানের এক বাসিন্দার গাড়ির পিছনে চেপে ফের ঢোকার চেষ্টা করলেও দ্বিতীয় বারও ধরা পড়ে যান। ওই ব্যক্তি আপাতত বান্দ্রার থানার হেফাজতে রয়েছেন জোর করে অনুপ্রেবশের অভিযোগে।

ওই একই দিনে ফের একই ঘটনা! এক বছর বত্রিশের মহিলা অনুরাগী সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। নাম ইশা ছাবড়া। পুলিশের হাতে ধরা পড়েন তিনিও।

Advertisement

তবে পুলিশ সূত্রে খবর, ওই মহিলা শুধুমাত্র ভাইজানের সঙ্গে দেখা করতেই তাঁর বাড়িতে এসেছিলেন। কিন্তু তাঁর আত্মবিশ্বাস দেখে নিরাপত্তারক্ষীরা বুঝতেই পারেননি যে মহিলা ওই আবাসনের বাসিন্দা নন৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement