Pooja Bandyopadhyay

Pooja Banerjee: অন্তঃসত্ত্বা পূজা বন্দ্যোপাধ্যায়, শ্যুটিংয়ের মাঝেই আসে সুখবর 

আগামী বছর মার্চ মাসে সন্তান জন্মের সম্ভাব্য তারিখ। আপাতত আরও মাস চারেক। দিন গুনছেন হবু বাবা-মা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৫:০৭
Share:

অন্তঃসত্ত্বা পূজা

মা হওয়ার সাধ ছিল ২০২০-তেই। তাতে কাঁটা হয়ে আসে দুর্ঘটনায় চোট। সুখবর অবশ্য তাঁকে বঞ্চিত করেনি। এক বছর পরে হলেও অবশেষে সন্তানের স্বপ্ন পূরণের পথে পা দিলেন ‘কসৌটি জিন্দেগি কি ২’- এর ‘নিবেদিতা’। সে খবর এল শ্যুটিং সেটেই! উল্লসিত হিন্দি ধারাবাহিকের বাঙালি নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়।

পরিবারে ছোট্ট সদস্য আনতে চলতি বছরই ফের ভাবনাচিন্তা শুরু করেছিলেন পূজা ও তাঁর স্বামী সন্দীপ সেজওয়াল। একদা ‘এমটিভি রোডিজ ৮’-এর প্রতিযোগী এখন কাজ করছেন ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে। যে দিন খবর আসে, সে দিন সকাল থেকেই শরীরে অস্বস্তি। সেটে যাওয়ার পথেই সকাল সকাল রক্ত পরীক্ষা করিয়েছিলেন পূজা। বিকেল ৪টে নাগাদ আসে তার ফলাফল। অভিনেত্রী তখন শ্যুটিংয়ে ব্যস্ত। আচমকা সুখবরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ‘নিবেদিতা’। খুশিতে মাতেন সহকর্মীরাও। সেটে ডেকে আনা হয় সন্দীপকেও। বাবা হওয়ার আনন্দে তিনি নাকি নেচেও নেন এক পাক! তার পর আনন্দে ভেসে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরা।

Advertisement

সম্প্রতি এক সংবাদমাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার পরের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বঙ্গতনয়া। মা হওয়ার খবর পাওয়ার পরেই তাঁর মনে পড়ে, তাঁকে তো কয়েক মাসের মধ্যেই ‘কুমকুম ভাগ্য’র কাজ থামিয়ে দিতে হবে। ধারাবাহিক নির্মাতাদের অভিনেত্রী বলেন, ‘‘আমাকে তা হলে এখনই বাদ দিয়ে দিন। কারণ, কয়েক দিন পরেই তো আমায় কাজ থামিয়ে দিতে হবে।’’ জবাব মেলে— ‘‘সন্তান জন্ম দেওয়ার ক’দিনের মধ্যে আবার কাজ শুরু করবে পারবেন? আপনাকে ছেড়ে তো আমরা কাজ করব না।’’ এতটাও আশা করেননি পূজা। ধারাবাহিক নির্মাতাদের এমন কথায় আপ্লুত তিনি।

আগামী বছর মার্চ মাসে সন্তান জন্মের সম্ভাব্য তারিখ। মেয়ের শখ পূজার। নিজের মনের মতো করে একরত্তি মেয়েকে সাজাতে চান অভিনেত্রী। আপাতত আরও মাস চারেক। দিন গুনছেন হবু বাবা-মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন