ঘুষ চাওয়ায় ক্ষেপে গেলেন পূজা ভট্ট

দেশটা যে দুর্নীতিতে ভরে গিয়েছে, তা আর নতুন কী! কার্যোদ্ধারের জন্য ঘুষ না দিলে অসুবিধেয় পড়তে হয় আম-আদমিকে, তাও তো সবার জানা! কিন্তু সেলিব্রিটিরাও কি পড়েন এমন ঝঞ্ঝাটের মুখে? পূজা ভট্টর সাম্প্রতিক অভিজ্ঞতা তো তেমনটাই বলছে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৫ ১৪:০৩
Share:

দেশটা যে দুর্নীতিতে ভরে গিয়েছে, তা আর নতুন কী! কার্যোদ্ধারের জন্য ঘুষ না দিলে অসুবিধেয় পড়তে হয় আম-আদমিকে, তাও তো সবার জানা! কিন্তু সেলিব্রিটিরাও কি পড়েন এমন ঝঞ্ঝাটের মুখে? পূজা ভট্টর সাম্প্রতিক অভিজ্ঞতা তো তেমনটাই বলছে!

Advertisement

নতুন ছবির কাজে হাত দিয়ে না কি একের পর এক সমস্যায় পড়তে হচ্ছে পূজাকে। পূজা নিজেই জানাচ্ছেন, মুম্বইয়ে শুটিং করাটা না কি ইদানীং নারকীয় একটা অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। কেন না, প্রতি পদে কোনও না কোনও সংগঠন ঘুষ চাইছে পূজার কাছে! তেমনটাই অন্তত দাবি করছেন তিনি।

সেই অসুবিধের কথা স্পষ্ট করে লিখতেও ছাড়ছেন না পূজা। টুইটারে তাঁর সোজাসাপটা মন্তব্য, “মুম্বইয়ে কাজ করাটা দিন কে দিন অসুবিধের হয়ে উঠছে! যে দিকেই ক্যামেরা ঘোরাই, সে দিক থেকেই ঘুষ চাইছে! আর সেই দাবি না দিতে চাইলে তো হয়েই গেল! সবাই তখন তোমার মুখের দিকে হাঁ করে তাকাবে, আর বলবে, এটাই সিস্টেম, মেনে নিয়েই এগোও না রে বাবা!”

Advertisement

এর পরেও যদি রেগে যান পূজা, তা হলে আর কীই বা বলার আছে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement