পুনমের নেক্সট প্ল্যান শুনলে ভয় পেতে পারেন!

কখনও নগ্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, কখনও বা উত্তেজক মন্তব্য করে শিরোনামে আসেন। তবে এ বার কারণ একেবারে অন্য। তিনি পুনম পাণ্ডে। কিন্তু এ বার তাঁর পরিকল্পনা শুনলে আপনি ভয় পেতে বাধ্য। জানেন সেটা কী?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১৩:৪০
Share:

কখনও নগ্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, কখনও বা উত্তেজক মন্তব্য করে শিরোনামে আসেন। তবে এ বার কারণ একেবারে অন্য। তিনি পুনম পাণ্ডে। কিন্তু এ বার তাঁর পরিকল্পনা শুনলে আপনি ভয় পেতে বাধ্য।
জানেন সেটা কী?
শোনা যাচ্ছে পুনম নাকি এ বার পুরোদস্তুর অভিনয় শুরু করবেন। তাও একেবারে ‘হরর’ ফিল্মে। পুনমের কথায়, ‘‘কয়েকদিন আগে আমি তখন মুম্বইতে ছিলাম। একজন পরিচালক আমাকে চিত্রনাট্য শোনানোর জন্য ফোন করেন। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি এই প্রথম কোনও হরর ছবিতে অভিনয় করছি। খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে।’’
এর আগে পুনমের ডেবিউ ছবি ‘নাশা’ হিন্দিতে দেখেছেন দর্শকরা। তবে তাঁর আগামী ছবিটি হবে কন্নড়ে। আপাতত ভুতুড়ে ছবিতে পুনমকে দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।

Advertisement

আরও পড়ুন...
পুনমের অন্দরে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement