বিরাটকে এই ছবি উপহার দিলেন পুনম!

টুইটারে ফের বোমা ফাটালেন পুনম পাণ্ডে। বোমাই বটে! নিদেরই দুটো ছবি পোস্ট করেছেন পুনম। প্রথমটি টিম ইন্ডিয়ার জন্য আর দ্বিতীয়টি এক্সক্লুসিভলি বিরাট কোহলির জন্য। অস্ট্রেলিয়াকে নক আউট করার পর বিরাটকে নিজের খোলামেলা ছবি উপহার দিলেন পুনম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ১৮:৫১
Share:

এটি টিম ইন্ডিয়ার উপহার। ছবি: টুইটারের সৌজন্যে।

টুইটারে ফের বোমা ফাটালেন পুনম পাণ্ডে। বোমাই বটে! নিদেরই দুটো ছবি পোস্ট করেছেন পুনম। প্রথমটি টিম ইন্ডিয়ার জন্য আর দ্বিতীয়টি এক্সক্লুসিভলি বিরাট কোহলির জন্য।

Advertisement

অস্ট্রেলিয়াকে নক আউট করার পর বিরাটকে নিজের খোলামেলা ছবি উপহার দিলেন পুনম। প্রচারের আলোয় আসতে বেশিরভাগ সময়ই বিভিন্ন ছলাকলার আশ্রয় নেন তিনি। তাই বলিউডের ‘পাবলিসিটি কুইন’দের তালিকায় তাঁর নাম থাকে প্রথম সারিতেই। এই ছবি পোস্ট করে ফের শিরোনামে তিনি। প্রথম ছবিটিতে তিনি লিখেছেন, ‘টিম ইন্ডিয়া আমার স্টাইলে তোমাদের একটা গিফট দিলাম’। আর দ্বিতীয় ছবিতে তাঁর ক্যাপশন, ‘বিরাট এটা শুধু তোমার জন্য।’

আরও দেখুন, পুনমের অন্দরে

Advertisement


এই উপহার বিরাটের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement