poonam pandey

জরায়ু ক্যানসার থেকে সাজানো চুমু! ফের রাস্তায় হইহই কাণ্ড, কটাক্ষ ধেয়ে এল পুনমের দিকে

রাস্তায় দাঁড়িয়ে ছবিশিকারিদের সঙ্গে কথা বলেছেন, ঠিক তখনই পিছন থেকে একজন অনুরাগী এসে তাঁর সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করেন। তার পর যা ঘটে তাতেই সমালোচিত পুনম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪১
Share:

পুনম পাণ্ডে। —ফাইল ছবি।

প্রায়ই বিতর্কে উঠে আসে তাঁর নাম। এমনকি নিজের মৃত্যুর গুজব ছড়িয়েও বিতর্কের ঝড় তৈরি করেছিলেন। অভিনেত্রীর প্রিয়জনেরা শোকপ্রকাশ করতে শুরু করেন। কিন্তু ঘটনার দু’দিন পরে দেখা যায়, দিব্যি আছেন তিনি। জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই নাকি উদ্যোগী হয়েছিলেন তিনি। এ বার ফের সমালোচনার মুখে পুনম। রাস্তায় আলোকচিত্রীদের সামনে পোজ় দিচ্ছেন এমন সময় এক অনুরাগীর নিজস্বীর আবদার। কিন্তু অপ্রস্তুত হয়ে পড়লেন পুনম। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়।

Advertisement

শুক্রবার অভিনেত্রী রাস্তায় দাঁড়িয়ে ছবিশিকারিদের সঙ্গে কথা বলেছেন, ঠিক তখনই পিছন থেকে একজন অনুরাগী এসে তাঁর সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করেন। তিনি রাজি হওয়ার সঙ্গে সঙ্গেই অনুরাগী পুনমকে জোর করে চুমু খেতে এগিয়ে যান, যার ফলে চমকে ওঠেন পুনম। যখন বুঝতে পারলেন কী ঘটছে, তখনই তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা গেল অভিনেত্রীকে। ছবিশিকারিরা পুনমকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন এবং আগত ওই অনুরাগীকে তিরস্কার করেন তাঁরা। এমন ঘটনায় পুনমের পক্ষ নিয়ে কেউ কথা বলা তো দূর, উল্টে পুনমকে কটাক্ষ সমাজমাধ্যমে। কেউ বলছেন, ‘‘ঘটনাটা সাজানো মনে হচ্ছে? শুরু থেকেই যে ভাবে পুনম অস্বস্তি প্রকাশ করতে শুরু করে, তাতে আমার সন্দেহ হয়,’’ অন্য একজন লিখেছেন, ‘‘আমি দেখতে পাচ্ছি ঠিক কতটা খারাপ অভিনয় করেছে।’’ যদিও এই ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি পুনম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement