Tollywood News

তিন বছর ধারাবাহিক থেকে দূরে, দ্বিতীয় বার মা হলেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী! তা হলে কি তিনি অভিনয় ছাড়লেন?

অভিনেত্রীকে বেশ কিছু ধারাবাহিকে দেখেছে দর্শক। মাঝে তিন বছর কেটে গিয়েছে, পর্দায় তাঁকে দেখা যায়নি। আবার মা হলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৭
Share:

মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

তিন বছর হয়ে গেল ছোটপর্দায় তাঁকে ‌দেখা যায়নি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘সর্বজয়া’ ধারাবাহিকে। মাঝে মেয়ের মা হয়েছেন। অভিনেত্রী জাগৃতি গোস্বামী ঘটক ছোটপর্দার পরিচিত মুখ। তাঁর বোন জয়িতা গোস্বামীও ধারাবাহিকে অভিনয় করেন। দুর্গাপুজোর আগে সুখবর দিলেন অভিনেত্রী জাগৃতি। ফের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী।

Advertisement

প্রায় তিন বছর হল রোল-ক্যামরা-অ্যাকশন থেকে দূরে অভিনেত্রী। তা হলে কি তিনি অভিনয় ছেড়েছেন? তেমনটা একেবারেই নয়। প্রথম সন্তান এখনও ছোট। আর অন্য জন সবে জন্মেছে। তাই দুই সন্তান একটু বড় হলে কাজে ফিরতে চান তিনি। মা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ আছেন বলে খবর। তবে এত বড় খবর ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। মাতৃত্বকালীন বিশেষ ফটোশুটও করেছিলেন তিনি। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আনেননি।

দ্বিতীয় বার মা হলেন জাগৃতি গোস্বামী ঘটক। ছবি: ফেসবুক।

মেয়ে হওয়ার পর সেই বিশেষ ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। তিনি লেখেন,“দ্বিতীয় বার ‘মা’ ডাক শুনব। মা গো, না চাইতেই অনেক কিছু দিলে আমায়। আশীর্বাদ দিও সারাজীবন আমি যেন তোমার সেবায়, তোমার সাধনায় নিমজ্জিত থাকতে পারি।” আপাতত দুই সন্তান এবং স্বামীকে নিয়ে সুখে সংসার করতে চান অভিনেত্রী। দুই মেয়ে একটু বড় হলে আবার অভিনয়ে ফিরবেন জাগৃতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement