মাকে হারালেন স্যান্ডি। ছবি: সংগৃহীত।
একের পর এক ঝড় বয়ে যাচ্ছে তাঁর উপর দিয়ে। টলিপাড়ার সাজপোশাকশিল্পী সন্দীপ ঘোষাল ওরফে স্যান্ডির অসুস্থতার কথা প্রায় সকলের জানা। কিন্তু, তাঁর পরিবারে এ বার শোকের ছায়া। মাকে হারালেন সন্দীপ। তাঁর মায়ের অসু্স্থতার কথা আগেই জানা গিয়েছিল। কিন্তু আর শেষরক্ষা হল না। গত ৪ জানুয়ারি মাকে হারিয়েছেন সন্দীপ।
মা চলে যাওয়ার পরে আরও ভেঙে পড়েছেন তিনি। সূত্রের খবর, স্যান্ডির বন্ধুরা সারা ক্ষণ ওঁর সঙ্গে থাকার চেষ্টা করছেন। স্যান্ডির পরিবার বলতে মা-ই ছিলেন। অনেক দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাঁকে। এখন কেমন আছেন স্যান্ডি? আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় স্যান্ডির বন্ধু বিয়াসের সঙ্গে। কিন্তু, উত্তর মেলেনি। তবে শোনা যাচ্ছে, তিনিই সবটা সামলাচ্ছেন।
২০২২ থেকে সন্দীপও খুব অসুস্থ। মস্তিষ্কে যক্ষ্মা ধরা পড়েছিল তাঁর। তার পর থেকে শুরু এক কঠিন সময়। একসময় মিমি, নুসরত জাহান-সহ বহু নায়িকার ছায়াসঙ্গী ছিলেন সন্দীপ। বাবার মৃত্যুর পরে মা আর সন্দীপই থাকতেন। কিছু দিন আগে হাতও ভেঙে গিয়েছিল তাঁর মায়ের। ফলে আরও শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। আপাতত সন্দীপকে সামলানোর চেষ্টা করছেন তাঁর বন্ধুরা।