Raj Kundra

Porn Case: পর্ন ছবি বানিয়ে পাঁচ মাসে এক কোটিরও বেশি আয় করেছেন রাজ কুন্দ্রা!

‘হটশটস’ অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার পর রাজ অপর একটি অ্যাপ ‘বলিফেম মিডিয়া লিমিটেড’-এর মাধ্যমে বিপুল পরিমাণ আয়ের পরিকল্পনা করেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১২:১৮
Share:

রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি

মঙ্গলবার পর্ন-কাণ্ডের মামলায় আদালত শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রাকে আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল। বম্বে হাইকোর্টে রাজের আইনজীবী তাঁর জন্য সাময়িক জরুরি জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এরই মধ্যে মুম্বইয়ের অপরাধ দমন শাখা আদালতকে জানিয়েছে, রাজ ও তাঁর সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে অ্যাপ ‘হটশটস’-এর আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। ২০২০-র অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্ন-ব্যবসা বাবদ অন্তত ১ কোটি ১৭ লক্ষ টাকা আয় হয়েছে রাজের।

Advertisement

এই কাণ্ডে প্রথম চার্জশিট জমা করল মুম্বই পুলিশ। যেখানে রাজের অপর একটি অ্যাপ ‘বলিফেম মিডিয়া লিমিটে়ড’-এর সমস্ত আর্থিক লেনদেনের উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কত আয় হতে পারে, তার একটা পরিকল্পনা করা হয়েছিল। ২০২৩-২৪ সালের মধ্যে ১৪৬ কোটি টাকা আয় এবং ৩৪ কোটি টাকা লাভের পরিকল্পনা ছিল রাজ ও তাঁর সহকারীদের। ২০২১-২২ সালে ৩৬ কোটির বেশি এবং ২০২২-২৩ ৭৩ কোটির বেশি টাকা আয়ের আশা করেছিল রাজের সংস্থা।

প্রসঙ্গত, মঙ্গলবার মুম্বই অপরাধ দমন শাখার আধিকারিক জানিয়েছেন, শিল্পাকে এখনই ‘ক্লিনচিট’ দেওয়া হবে না। রাজের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য বার করার জন্য অপরাধ দমন শাখা কয়েক জন ফরেন্সিক অডিটরকে নিযুক্ত করেছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন