Bollywood

হরর কমেডিতে ত্রয়ী

হাসিতে মোড়া হরর ছবিতে জোট বাঁধছেন সিদ্ধান্ত-ক্যাটরিনা-ঈশানসোমবার মুখ্য চরিত্রাভিনেতাদের পোস্টার শুটের একটি ছবি পোস্ট করে ‘ফোন ভূত’-এর ঘোষণা করল প্রযোজনা সংস্থা, যে শুট লকডাউনের আগেই সেরে রেখেছিলেন ক্যাটরিনা, ঈশান এবং সিদ্ধান্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০০:০৯
Share:

ছবির পোস্টার

যতক্ষণ আপনি হাসছেন, ততক্ষণ ‘ডরনা অ্যালাউড হ্যায়’— এমনই ট্যাগলাইন নিয়ে আসতে চলেছে হরর কমেডি ছবি ‘ফোন ভূত’। ক্যাটরিনা কাইফ, ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর ‘ট্রায়ো’কে দেখা যাবে সেই ছবিতে। গুরমিত সিংহ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির এক্সেল এনটারটেনমেন্ট।

Advertisement

সোমবার মুখ্য চরিত্রাভিনেতাদের পোস্টার শুটের একটি ছবি পোস্ট করে ‘ফোন ভূত’-এর ঘোষণা করল প্রযোজনা সংস্থা, যে শুট লকডাউনের আগেই সেরে রেখেছিলেন ক্যাটরিনা, ঈশান এবং সিদ্ধান্ত। ছবির চিত্রনাট্য লিখেছেন রবি শঙ্করন এবং জসবিন্দর সিংহ বাথ। গত বছর প্রযোজনা সংস্থার ‘গাল্লি বয়’ বিপুল সাফল্যের মুখ দেখার পরে আরও একটি ছবিতে সুযোগ পেলেন সে ছবির এমসি শের, অর্থাৎ সিদ্ধান্ত। ঈশান অভিনীত ‘আ সুটেবল বয়’ নেটফ্লিক্সে মুক্তি পাবে শিগগিরই। অন্য দিকে, এ বছরের শেষে মুক্তি পাওয়ার কথা ক্যাটরিনার ছবি ‘সূর্যবংশী’। এই প্রথম ক্যাটরিনা, সিদ্ধান্ত এবং ঈশান একসঙ্গে কাজ করতে চলেছেন। এ বছরের শেষ থেকেই শুটিং শুরু হওয়ার কথা ‘ফোন ভূত’-এর, আগামী বছরে ছবি-মুক্তির পরিকল্পনা করছেন ফারহান এবং রীতেশ। তাঁদের হাতে রয়েছে ‘তুফান’ ছবিটিও, যেখানে বক্সারের চরিত্রে রয়েছেন ফারহান নিজেই। তবে শুটিং শুরু এবং সিনেমা হল খোলার অনিশ্চয়তার মধ্যে এখনই ছবিগুলির ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ‘ফোন ভূত’ যে বড় পর্দায় মুক্তির কথা মাথায় রেখেই তৈরি হতে চলেছে, তা ঘোষণার সঙ্গে সঙ্গেই স্পষ্ট করে দিয়েছেন নির্মাতারা।

আরও পড়ুন: টলিপাড়ায় করোনা, সপরিবার কোভিড আক্রান্ত অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন