Entertainment News

প্রকাশ ঝা’র কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

পরিচালক প্রকাশ ঝা’র প্রোডাকশন কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলল ‘জয় গঙ্গাজল’-এর সহ প্রযোজক কোম্পানি প্লে এন্টারটেনমেন্ট। ‘জয় গঙ্গাজল’ ছবিটি করার সময় প্রকাশ ঝা’র প্রোডাকশন কোম্পানির সঙ্গে একটা মউ চুক্তি হয়েছিল প্লে এন্টারটেনমেন্টের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ১৬:৫৬
Share:

পরিচালক প্রকাশ ঝা’র প্রোডাকশন কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলল ‘জয় গঙ্গাজল’-এর সহ প্রযোজক কোম্পানি প্লে এন্টারটেনমেন্ট। ‘জয় গঙ্গাজল’ ছবিটি করার সময় প্রকাশ ঝা’র প্রোডাকশন কোম্পানির সঙ্গে একটা মউ চুক্তি হয়েছিল প্লে এন্টারটেনমেন্টের। যার মাস্টার কপি এখনও পর্যন্ত তুলে দেওয়া হয়নি প্লে এন্টারটেনমেন্টের হাতে। যার ফলে কোনওরকম কমার্শিয়াল ডিল এবং টিভি চ্যানেলের জন্য স্যাটেলাইটের দাবি করতে পারছে না তারা। চুক্তির প্রধান কপি ছাড়া কোনও ডিল করা সম্ভব হয় না বলে জানিয়েছে প্লে এন্টারটেনমেন্টের সিইও মিলিন্দ ডাবকে। কোম্পানীর তরফে আম্বোলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

তবে এই অভিযোগের কথা পুরোপুরি অস্বীকার করেছে প্রকাশের কোম্পানি। তাঁদের মতে, প্রচারের জন্য এই ধরনের অভিযোগ রটাচ্ছে প্লে এন্টারটেনমেন্ট। এর জন্য তাঁদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনার কথা ভাবছে ঝা’র কোম্পানি।

আরও পড়ুন: সফল মানুষদের নাসিরউদ্দিন পছন্দ করেন না, কটাক্ষ জাভেদের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement