প্রত্যুষার ফ্ল্যাটে হানা, ওরা সত্যি না নকল পুলিশ?

বাড়িতেই হেনস্থার অভিযোগ তুললেন ‘বালিকা বধূ’-র অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ের কান্দিভালিতে নিজের ফ্ল্যাটে আট জন ব্যক্তি ঢুকে তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন তাঁরা। ওই দলে তিন জন নাকি পুলিশও ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:৫৩
Share:

বাড়িতেই হেনস্থার অভিযোগ তুললেন ‘বালিকা বধূ’-র অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ের কান্দিভালিতে নিজের ফ্ল্যাটে আট জন ব্যক্তি ঢুকে তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন তাঁরা। ওই দলে তিন জন নাকি পুলিশও ছিলেন। আটজনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছেন নায়িকা।

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। প্রত্যুষার লালজিপাড়ার ফ্ল্যাটে ঢুকে পড়েন আট জন ব্যক্তি। তাঁরা প্রত্যুষার প্রেমিক রাহুল রাজ সিংহের খোঁজ করছিলেন। নায়িকার কথায়, ‘‘গতকাল যা ঘটল তাতে আমি খুব আপসেট। ওরা জোর করে আমার ফ্ল্যাটে ঢুকে পড়ে খুব খারাপ ব্যবহার করতে থাকে। তিন জন পুলিশও ছিল। পুলিশের এই ব্যবহার হলে সাধারণ মানুষ কোথায় যাবে? এফআইআর করতে গিয়ে এটা পুলিশকে বোঝাতে আমার তিন ঘণ্টা লেগেছে।’’

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কান্দিভালি থানার পুলিশ। তাঁদের দাবি, এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। সাধারণ পোশাকে কোনও পুলিশ এই ঘটনা ঘটায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement

দেখুন ‘বালিকা বধূ’ প্রত্যুষার নতুন রূপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement