January 2026 Planet Transits

জানুয়ারির মধ্য ভাগে চার গ্রহের মকরে প্রবেশ, তৈরি হবে বিরল সংযোগ! নানা ক্ষেত্রে মনের মতো ফল পাবে তিন রাশি

যে কোনও গ্রহের রাশি বা ঘর পরিবর্তন আমাদের জীবনে নানা বদল বয়ে আনে। জানুয়ারি মাসে পাঁচ দিনের ব্যবধানে চার গ্রহ মকরে প্রবেশ করবে। মকরে তৈরি হবে চার গ্রহের এক বিরল সংযোগ।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৭:১২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নতুন বছরের প্রথম মাস, জানুয়ারি শাস্ত্রের দিক দিয়ে বেশ উল্লেখযোগ্য মাস হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই মাসে রাশি পরিবর্তন করতে চলেছে চার গ্রহ। ফলত প্রতিটি রাশির জীবনেই এর কিছু না কিছু প্রভাব পড়বে। যে কোনও গ্রহের রাশি বা ঘর পরিবর্তন আমাদের জীবনে নানা বদল বয়ে আনে। জানুয়ারি মাসে পাঁচ দিনের ব্যবধানে চার গ্রহ মকরে প্রবেশ করবে। মকরে তৈরি হবে চার গ্রহের এক বিরল সংযোগ। এর ফলে তিন রাশির ব্যক্তিরা বিশেষ প্রভাবিত হবেন।

Advertisement

কবে কোন গ্রহ মকরে প্রবেশ করছে?

  • জানুয়ারির ১৩ তারিখ শুক্র মকরে প্রবেশ করছে।
Advertisement
  • সূর্য জানুয়ারির ১৪ তারিখ মকরে প্রবেশ করছে।
  • ১৬ জানুয়ারি মঙ্গল মকরে প্রবেশ করছে।
  • বুধ ১৮ জানুয়ারি মকরে প্রবেশ করছে।

এই চার গ্রহ মকরে একত্রে অবস্থান করবে। তৈরি হবে বিরল সংযোগ।

কোন রাশির জাতক-জাতিকাদের উপর প্রভাব পড়বে?

মেষ: বছরের প্রথম থেকেই মেষ রাশির ব্যক্তিরা সফলতার দিকে এগিয়ে যাবেন। মকরে চার গ্রহের একত্রে অবস্থানের ফলে এই রাশির ব্যক্তিরা খুব ভাল ফল পাবেন। আটকে থাকা সকল কাজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। নতুন আয়ের উৎসের সন্ধান পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যে কোনও কাজ নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে করতে পারবেন। ফলত যাঁরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা বিশেষ ভাল ফল পাবেন। পেশাক্ষেত্রেও উন্নতি দেখতে পাবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে পারলে সঞ্চয়ও ভাল হবে। এই সময় ভ্রমণের সুযোগ পেতে পারেন। সেই ভ্রমণ আপনাকে মানসিক দিক দিয়ে শান্তি দেবে।

ধনু: চার গ্রহের ঘর পরিবর্তন ধনু রাশির জীবনে পেশা ও পারিবারিক দিক দিয়ে সুখের সময় বয়ে আনবে বলে বিশ্বাস করা হচ্ছে। যে সকল ধনুর জাতক-জাতিকারা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁরা এই সময় খুব ভাল সুযোগ পেতে পারেন। মনের মতো চাকরি নিজে থেকেই আপনাদের ঠিকানা খুঁজে নেবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারে খুশির সময় বইবে। বাড়ির সকল সদস্যের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement