ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বিভিন্ন গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী এক একটি বছর কেমন কাটবে তার বিচার করা হয়। এ বিষয়ে সাহায্য করে জ্যোতিষশাস্ত্র। প্রতিটা বছর কোনও মানুষের একই রকম যেতে পারে না। বছর পরিবর্তনের সঙ্গে আমাদের ভাগ্যেরও পরিবর্তন হয়। এ ক্ষেত্রে সকলেই চান যেন ভালটাই ঘটে। কিন্তু আমরা সব সময় যেমনটা চাই, তেমনটা ঘটে না। কোন বছর কেমন কাটবে তার পুরোটাই নির্ভর করে কোষ্ঠীতে থাকা গ্রহদের অবস্থানের উপর। শাস্ত্র জানাচ্ছে, ২০২৬-এ পাঁচ রাশির জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে। তারা কিছু ক্ষেত্রে এমন সব পরিবর্তনের সম্মুখীন হবে যা তাদের কল্পনার বাইরে।
২০২৬-এ কাদের ভাগ্যে বিশাল পরিবর্তন আসবে?
মেষ: ২০২৬ মেষের জন্য নানা নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। নতুন চাকরি থেকে নতুন শহরে থাকার অভিজ্ঞতা, ২০২৬-এ আপনারা সবটাই অনুভব করার সুযোগ পাবেন। সাহসী প্রকৃতির হওয়ার কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের কাছে এই ব্যাপারগুলো উৎসাহব্যঞ্জক হবে। তবে মাঝেমধ্যে মনের কোণে ভীতির আনাগোনাও দেখা যাবে। তবে আত্মবিশ্বাস হারালে চলবে না।
কর্কট: নতুন বছরে কর্কট রাশির জাতক-জাতিকাদের বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা প্রেমের ক্ষেত্রে আগামী বছরে নানা পরিবর্তন দেখতে পাবেন। যাঁরা একা আছেন, তাঁরা নতুন প্রেমের সন্ধান পেতে পারেন। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে সম্পর্ক এ বার বিয়ের দিকে এগোতে পারে বলে মনে করা হচ্ছে। জীবনে নতুন বন্ধুও তৈরি হবে। তবে কষ্ট পাওয়ার ভয়ে পিছিয়ে এলে হবে না।
তুলা: ২০২৬ তুলা রাশির ব্যক্তিদের স্বপ্নের বছর হতে চলেছে। কাজের জায়গায় পদোন্নতির প্রবল যোগ দেখা যাচ্ছে। কিংবা নতুন কোনও প্রকল্পের দায়িত্ব আপনাদের ঘাড়ে আসতে পারে। এতে আপনাদেরই সুবিধা হবে। পেশার ক্ষেত্রে অন্যদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। তবে নিষ্ঠা নিয়ে কাজ করলেই ফলপ্রাপ্তি ঘটবে। না হলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
মকর: শনির রাশি মকরের জন্যও ২০২৬ নানা সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনারা বিভিন্ন দিক দিয়ে আয়ের উৎস খুঁজে পাবেন বলে মনে করা হচ্ছে। সেই কারণে সঞ্চয়ও ভাল হবে। মকরের জাতক-জাতিকাদের কাছে নতুন বছরটি ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য উপযুক্ত হবে। কোনও ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। খুব ভাল যোগ দেখা যাচ্ছে।
মীন: নতুন বছরে মীন রাশির ব্যক্তিরা নিজেদের নতুন করে চিনবেন। নানা দিক থেকে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন এই রাশির মানুষেরা। নতুন জিনিস শেখা ও জানার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এই আগ্রহ আপনাদের পেশার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। ২০২৬-এ মীন রাশির ব্যক্তিরা নিজেদের গহীনে থাকা এমন কিছু খুঁজে বার করবেন যার অস্তিত্ব সম্বন্ধে তাঁরা নিজেরাও জানতেন না।