Resilient Zodiac Signs

কঠিন পরিস্থিতিতে অপরের সামনে মাথা নত করেন না, সব ক্ষেত্রে কর্তৃত্ব ফলাতে ভালবাসেন তিন রাশির ব্যক্তিরা

রাশি অনুযায়ী প্রতিটি মানুষের মধ্যেই নানা গুণ বা দোষ দেখা যায়। সেই অনুযায়ী বিচার করলে তিনটি রাশি রয়েছে যারা জীবনের কোনও ক্ষেত্রে কারও সামনে মাথা নত করে না। এদের জেদই তার নেপথ্যে থাকা অন্যতম কারণ।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭
Share:

—প্রতীকী ছবি।

জেদ কমবেশি সকল মানুষের মধ্যেই দেখা যায়। কেউ সেটিকে ভাল কাজে ব্যবহার করেন, কেউ খারাপ। তবে জেদের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারলে জীবনে নানা সমস্যায়ও পড়তে হয়। শাস্ত্রমতে, আমাদের মধ্যে থাকা যে কোনও অনুভূতি, যেমন রাগ, জেদ, হিংসা প্রভৃতি সবের নেপথ্যেই রয়েছে আমাদের রাশি। রাশি অনুযায়ী প্রতিটি মানুষের মধ্যেই নানা গুণ বা দোষ দেখা যায়। সেই অনুযায়ী বিচার করলে তিনটি রাশি রয়েছে যারা জীবনের কোনও ক্ষেত্রে কারও সামনে মাথা নত করে না। এদের জেদই তার নেপথ্যে থাকা অন্যতম কারণ। তবে এই তিন রাশির জাতক-জাতিকারা নিজেদের কাজ নিজেরা করে নিতে যথেষ্ট সক্ষম হন। তালিকায় কোন তিন রাশি রয়েছে জেনে নিন।

Advertisement

কোন তিন রাশির জেদ সবচেয়ে বেশি?

মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষের জাতক-জাতিকাদের মধ্যে জীবনের দৌড়ে প্রথম হওয়ার তাগিদ অত্যন্ত বেশি। এঁরা কারও অধীনে নয়, বরং অপরকে নিজের অধীনে রাখতে চান। যে কোনও ক্ষেত্রে অধিকারবোধ ফলাতে চান এই রাশির ব্যক্তিরা। এঁরা যে কোনও কাজকে চ্যালেঞ্জ হিসাবে দেখতে ভালবাসেন এবং জেদের বশে সেটিকে পুঙ্খানুপুঙ্খ ভাবে সম্পূর্ণ করার জন্য উঠেপড়ে লাগেন। শত প্রয়োজনেও মেষ রাশির ব্যক্তিরা অপরের কাছে সাহায্য চান না।

Advertisement

সিংহ: সূর্যের রাশি সিংহ যে সূর্যের মতোই দীপ্তিময় ও তেজি তা অনেকেরই জানা। এই রাশির ব্যক্তিরা ছোট থেকেই নেতৃত্বদানে আগ্রহী। এঁরা কোনও পরিস্থিতিতে, কারও সামনে মাথা নত করেন না। বরং চান সকলে যেন এঁদের সামনে মাথা নত করে থাকেন। জেদের বশে এঁরা এমন নানা দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন যা হয়তো তাঁদের ক্ষমতার বাইরে। কিন্তু তা সত্ত্বেও সিংহ রাশির জাতক-জাতিকারা হাল ছাড়েন না। বরং রাতদিন এক করে নিজের দমে কাজ পুরো করার চেষ্টা চালিয়ে যান।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা অত্যন্ত জেদি প্রকৃতির হন। এঁরা এক বার যে কাজ করবে বলে ভাবেন, সেটা শেষ করেই ক্ষান্ত হন। এই রাশির ব্যক্তিরাও চট করে কারও কাছে সাহায্য চান না। অপরের সামনে মাথা নত করা এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। ধনু রাশির জাতক-জাতিকারা অপরের উপর অধিকারবোধ খাটাতে খুব ভালবাসেন। এঁরা কাছের মানুষকে পরিচালনা করতে চান। তবে সেটা তাঁদের ভাল চেয়েই করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement