Astro Tips

সুগন্ধি ব্যবহারে তুষ্ট হয় শুক্র, বৈভবে কাটে গোটা জীবন! কেমন সুগন্ধি ব্যবহার করবেন? শরীরের কোন অংশে লাগাতে হবে?

সুগন্ধি ব্যবহারেও যে শুক্রের অবস্থান উন্নত করা যায় সেটা অনেকের কাছেই অজানা। সুন্দর গন্ধ শুক্রের অতি পছন্দের। তাই যাঁরা নিয়মিত সুগন্ধি ব্যবহার করেন, তাঁদের জন্মছকে শুক্রের অবস্থান উন্নত হওয়া স্বাভাবিক।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শুক্র প্রেম ও বিলাসিতার গ্রহ। বাহ্যিক দিক দিয়ে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে, রুচিশীল পোশাক পরলে শুক্র গ্রহের খুব ভাল ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। শুক্রের কল্যাণে জীবন থেকে অর্থ ও প্রেম সংক্রান্ত কষ্ট দূর হয়। বদলে জীবন ভরে ওঠে ভালবাসা ও বৈভবে। সেই কারণে শুক্রকে বিলাসিতা ও প্রেমের গ্রহের তকমা দেওয়া হয়। সুগন্ধি ব্যবহারেও যে শুক্রের অবস্থান উন্নত করা যায় সেটা অনেকের কাছেই অজানা। সুন্দর গন্ধ শুক্রের অতি পছন্দের। তাই যাঁরা নিয়মিত সুগন্ধি ব্যবহার করেন, তাঁদের জন্মছকে শুক্রের অবস্থান উন্নত হওয়া স্বাভাবিক। তবে এ ক্ষেত্রে কোন সুগন্ধি ব্যবহার করা হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। শুক্রকে উন্নত করার জন্য কোন সুগন্ধি ব্যবহার করা উচিত হবে জেনে নিন।

Advertisement

কোন সুগন্ধি ব্যবহারে শুক্র উন্নত হয়?

ফুলের গন্ধযুক্ত সুগন্ধি ব্যবহারে শুক্রের অবস্থান উন্নত করা যায়। ফুলেল গন্ধ শুক্রের অত্যন্ত প্রিয় বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে, যে কোনও সাদা রঙের ফুলের গন্ধ শুক্র গ্রহের অত্যন্ত প্রিয়। এ ছাড়া লাল গোলাপের গন্ধযুক্ত সুগন্ধি ব্যবহার করলেও শুক্র গ্রহের স্থান উন্নত হয় বলে বিশ্বাস করা হয়।

Advertisement

শুক্রের স্থান উন্নত করতে সুগন্ধি শরীরের কোন অংশে লাগাতে হবে?

আমাদের বৃদ্ধাঙ্গুলির নীচের উঁচু জায়গায় ও হাতের কব্জিতে সুগন্ধি লাগাতে হবে। তা হলে কোষ্ঠীতে শুক্রের অবস্থান নিশ্চয়ই উন্নত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement