ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
চুল মহিলাদের রূপকে আরও দ্বিগুণ করে তোলে। বহু মহিলাই চুল খুলে রাখতে বেশি পছন্দ করেন। তবে শাস্ত্র জানাচ্ছে বেশি ক্ষণ চুল খোলা রাখা উচিত নয়। বিশেষ করে, রাতের দিকে মহিলাদের চুল খুলে রাখার ফল মারাত্মক হতে পারে। চুল খোলা রাখলে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করা হয়। মহিলারা যখন চুল আঁচড়ান, তখন তাঁদের কিছু চুল চিরুনির সঙ্গে উঠে আসে। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অতিরিক্ত চুল পড়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয় নয়। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা চুল আঁচড়ানোর পর উঠে আসা চুল চিরুনিতেই রেখে দেন। অনেক ক্ষেত্রে ব্যস্ত জীবনে সময়ের অভাবে চিরুনি পরিষ্কার করে উঠতে পারেন না। অনেকে আবার স্বভাবের দোষে এমনটা করে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে, পড়ে যাওয়া চুল চিরুনিতে রেখে দেওয়া উচিত নয়। এতে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। এরই সঙ্গে পড়ে যাওয়া চুল কখনও সন্ধ্যার পর বাড়ির বাইরে ফেলা যাবে না। সন্ধ্যার আগেই সেটিকে ফেলে দিতে হবে।
কী কী সমস্যা হতে পারে?
১) চিরুনিতে চুল রেখে দিলে জীবনে খুবই সমস্যা আসে। শাস্ত্রমতে, চিরুনিতে চুল রেখে দেওয়া হল দারিদ্রের লক্ষণ। তাই এই কাজটি এড়িয়ে চলা উচিত।
২) আর্থিক দিকে নানা রকম সমস্যা সৃষ্টি হয়।
৩) ঋণে জড়িয়ে পড়তে হয়। বহু চেষ্টা করেও ঋণ শোধ করা যায় না।
৪) চিরুনিতে পড়ে যাওয়া চুল রাখলে ধনসম্পত্তি নাশ হয়।