ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই শুরু হবে নতুন বছর, জীবনের নতুন অধ্যায়। বছরের প্রথম দিন নিয়ে সকলের মনেই নানা আশা থাকে। বছরের প্রথমটা ভাল কাটলে, সারা বছরটাও আমোদে কাটবে এমনটা অনেকেই মনে করেন। সেই কারণে দৈবশক্তির আশীর্বাদ সঙ্গে নিয়ে বছরটা শুরু করার উদ্দেশ্যে পয়লা জানুয়ারি অনেকেই সকাল সকাল মন্দিরে পুজো দিতে যান। শাস্ত্র জানাচ্ছে, ২০২৬-এর প্রথম দিন বেশ কিছু রাশির খুব ভাল কাটতে চলেছে। এই দিন তাঁরা যে কাজ করবেন, তাতেই সফলতা পাবেন। লটারি কাটা থেকে শুরু করে কোনও খাতে বিনিয়োগ করা, তাঁরা সবেতেই ভাল ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন রাশিগুলি রয়েছে দেখে নিন।
কোন তিন রাশির পয়লা জানুয়ারি খুব ভাল কাটবে?
মেষ: নতুন বছরের প্রথম দিনটি মেষ জাতক-জাতিকাদের খুব ভাল কাটবে। কোনও দামি জিনিস এই দিন কিনতে পারেন। লটারি কেনার জন্যও দিনটি শুভ বলে মনে করা হচ্ছে। তবে বেশি অঙ্কে না গিয়ে, কম অঙ্কের লটারি কেনাই বুদ্ধির কাজ হবে। বছরের প্রথম দিনই আপনারা অতিরিক্ত টাকা উপার্জনের সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। কাউকে ভাল লেগে থাকলে এই দিন মনের কথা বলে দিতে পারেন।
কন্যা: বহু দিন ধরে চলে আসা কোনও সমস্যা থেকে কন্যা রাশির জাতক-জাতিকারা নতুন বছরের প্রথম দিনই মুক্তি পেয়ে যেতে পারেন। বিশেষ করে আইন সংক্রান্ত কোনও সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা প্রবল। লটারি কেটে লাভের মুখ দেখতে পারেন। মন চাইলে এই দিন কম অঙ্কের লটারি কেটে দেখুন। কোনও কঠিন সিদ্ধান্ত নিতে হলেও এই দিন আপনাদের অসুবিধা হবে না। স্বাস্থ্যও ভাল থাকবে।
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের বছরের প্রথম দিনটা খুব ভাল কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। আপনার কথায় এই দিন অনেকে অনুপ্রাণিত বোধ করতে পারেন। মকর রাশির ব্যক্তিরা এই দিন এমন কোনও সুযোগ পেতে পারেন, যা আপনার গোটা বছরটিকে সুখকর করে তুলবে। প্রেমের ক্ষেত্রে মধুর সময় কাটাতে পারবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে। পরিবারের সকলে মিলে ঘুরতে যেতে পারেন।