ঝামেলাবাজ প্রযোজক

‘কেদারনাথ’, ‘পরমাণু’র পর এ বার ‘বাত্তি গুল মিটার চালু’। একটির পর একটি ছবিতে প্রেরণা অরোরার সঙ্গে বচসায় জড়াচ্ছেন ছবির অভিনেতা-কলাকুশলী। যার জেরে ব্যাহত হচ্ছে ছবির শুটিং।

Advertisement
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০০:৩৪
Share:

শাহিদ- শ্রদ্ধা

খুব শিগগিরই যদি প্রযোজক প্রেরণা অরোরার নামের সঙ্গে এই তকমা জুড়ে যায়, অবাক হওয়ার কিছু নেই। ‘কেদারনাথ’, ‘পরমাণু’র পর এ বার ‘বাত্তি গুল মিটার চালু’। একটির পর একটি ছবিতে প্রেরণা অরোরার সঙ্গে বচসায় জড়াচ্ছেন ছবির অভিনেতা-কলাকুশলী। যার জেরে ব্যাহত হচ্ছে ছবির শুটিং।

Advertisement

সম্প্রতি উত্তরাখণ্ডে চলছিল ‘বাত্তি গুল মিটার চালু’র কাজ। সেখানে পাওনা-গন্ডা না মেটানোর অভিযোগে হোটেলের মালিক ছবির টিমের বেশ কয়েক জনকে আটকে রেখেছিলেন। বাজেয়াপ্ত করা হয়েছিল শুটের প্রয়োজনীয় সামগ্রীও। যার জেরে বন্ধ থাকে শুটিং। তার পর প্রযোজক সংস্থাকে জানানোর পর তাঁরা টাকা মিটিয়ে দেন। হোটেল কর্তৃপক্ষও আটক করা সামগ্রী ফিরিয়ে দেন। তবে অনেককে প্রাপ্য টাকা না দেওয়ারও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রেরণা অরোরাকে জিজ্ঞেস করা হলে, তিনি পুরোটাই গুজব বলে উড়িয়ে দেন। তাঁর দাবি, এই মুহূর্তে শ্রদ্ধা কপূর অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত। পরিচালক শ্রী নারায়ণ সিংহ মুম্বইয়ে রেকি করতে গিয়েছেন। তাই ছবির শুটিং কিছু দিনের জন্য বন্ধ আছে। তবে এই মাসেই শুটিং শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement