Zohran Mamdani

জ়োহরানের বিজয়সভায় বাজল ‘ধুম মচা লে’ গান! ভারতে বসে বাঙালি সুরকারের কী প্রতিক্রিয়া?

২১ বছর পর ফের চর্চায় এই গান। নিউ ইর্য়কের নবনিযুক্ত মেয়রের বিজয়সভার শেষে বেজে উঠল এই গান। এমনটা হবে আদৌ ভেবেছিলেন প্রীতম?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৭:১৫
Share:

জ়োহরানের সাফল্যে বাজল প্রীতমের গান। ছবি: সংগৃহীত।

২০০৪ সালে ‘ধুম মচা লে’ গানটি ঝড় তুলেছিল। প্রীতমের সুরে এই গান ২১ বছর পর ফের চর্চায়। নিউ ইর্য়কের নবনিযুক্ত মেয়রের বিজয়সভার শেষে বেজে উঠল এই গান। এমনটা হবে আদৌ ভেবেছিলেন প্রীতম? কী বার্তা দিলেন জ়োহরান মামদানিকে?

Advertisement

ভোটের ফলাফলের পর বক্তৃতা রাখতে জ়োহরান মঞ্চে উঠতেই বেজে উঠল ‘ধুম’-ছবির ‘ধুম মচা লে’ গানটি। সেই গান বাজতেই এক গাল হাসি ফুটে ওঠে জ়োহরানের মুখে। সেই মুহূর্তের অজস্র ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এই ভিডিয়ো ছড়িয়েও পড়েছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিজয়ভাষণ দিতে পোডিয়ামে উঠতে উদ্যত জ়োহরান। সঙ্গে তাঁর পাশে স্ত্রী, মা ও বাবা তিন জনেই রয়েছেন। মঞ্চে উঠে সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে শুরু করতেই বেজে ওঠে এই গান। জয়ধ্বনি উঠতে থাকে সমর্থকদের মধ্যে। চওড়া হয় জ়োহরানের হাসি। মা-বাবা এবং স্ত্রীর দিকে এগিয়ে গিয়ে তাঁদের আলিঙ্গন করেন তিনি। দ্রুত ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। সুরকার প্রীতম নিজেও দেখেছেন সেটা। তিনি বলেন, ‘‘প্রথমত জ়োহরান মামদানিকে শুভেচ্ছা জানাই। আমি আশা করিনি, কোনও বিজয়সভায় এই গান বাজবে। সত্যি বলতে এমন সময়ের জন্য এই গান একেবারে যথোপযোগী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement