জিমি ফ্যালোনের শো-তে ‘সিজলিং’ প্রিয়ঙ্কা

সদ্য ফাঁস হয়েছে তাঁর বেওয়াচ লুক। কিন্তু তাতে থেমে থাকার পাত্রী তিনি নন। বরং তাঁর শরীরী হিল্লোলে মায়ামির উত্তাপ আরও কিছুটা বাড়ল। তিনি প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ১০:৫৭
Share:

সদ্য ফাঁস হয়েছে তাঁর বেওয়াচ লুক। কিন্তু তাতে থেমে থাকার পাত্রী তিনি নন। বরং তাঁর শরীরী হিল্লোলে মায়ামির উত্তাপ আরও কিছুটা বাড়ল। তিনি প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

কোয়ান্টিকোর সাফল্যের পর হলিউডে চলছে প্রিয়াঙ্কা যুগ। সম্প্রতি জিমি ফ্যালোনের শো-তে গিয়ে তা আরও একবার প্রমাণ করলেন পিগি চপস। লো কাট ব্ল্যাক ড্রেসে মিস ওয়ার্ল্ড হাজির ছিলেন ‘সিজলিং’ মুডে।

অন্যদিকে প্রিয়ঙ্কা অভিনীত পরিচালক প্রকাশ ঝা-র ‘জয় গঙ্গাজল: দ্য এন্ড গেম’- প্রথম দিনই সাড়ে পাঁচ কোটি টাকার ব্যবসা করল। ২৫ কোটি টাকার ছবিটি যে বক্স অফিসে তুমুল সাফল্য পাবে সে আর বলার অপেক্ষা রাখে না। সেখানে জৌলুসহীন একজন কঠিন পুলিশ অফিসারের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন নায়িকা। আর এটাই নাকি ছিল তাঁর ‘কোয়ান্টিকো’র নেট প্র্যাকটিস।

Advertisement

আরও পড়ুন, প্রথম দিনই সাড়ে পাঁচ কোটি টাকার ব্যবসা করল ‘জয় গঙ্গাজল’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement